Logo
Logo
×

সারাদেশ

ঠ্যাংগামারা পুলিশের অভিযানে ১২টি হাতবোমা উদ্ধার

Icon

কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৪, ০৮:৪২ পিএম

ঠ্যাংগামারা পুলিশের অভিযানে ১২টি হাতবোমা উদ্ধার

মাদারীপুরের কালকিনি পৌর এলাকার দক্ষিণ ঠ্যাংগামারা এলাকা থেকে ১২টি হাতবোমা উদ্ধার করেছে থানা পুলিশ। 

বৃহস্পতিবার সকালে এ অভিযানের বিষয়টির তথ্য নিশ্চিত করেছেন থানার ওসি মো. হুমায়ুন কবীর। তবে এ বোমা উদ্ধারের ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।

পুলিশ সূত্রে জানাযায়, পৌর এলাকার দক্ষিণ ঠেঙ্গামারা গ্রামে বিশৃঙ্খলা সৃষ্টি করতে কিছুদিন ধরে বোমাবাজির ঘটনা ঘটে আসছিল। তবে ওই এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষার্থে কালকিনি থানা পুলিশ অভিযান চালিয়ে শাহাদুল হাওলাদারের পরিত্যক্ত ঘর থেকে ১২টি হাতবোমা উদ্ধার করে। 

কালকিনি থানার ওসি মো. হুমায়ুন কবীরের নেতৃত্বে এসআই আনিসুজ্জামান, এসআই মাহমুদ হাসান, এএসআই ইমাম আহাদসহ সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। পরে থানায় বসে বোমাগুলো নিষক্রিয় করা হয়।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. হুমায়ুন কবীর বলেন, এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষার্থে এ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম