Logo
Logo
×

সারাদেশ

ইজিবাইকের এক্সেলেটর টেনে জীবন দিতে হলো ২ বছরের শাফিনকে

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪, ১০:২৭ পিএম

ইজিবাইকের এক্সেলেটর টেনে জীবন দিতে হলো ২ বছরের শাফিনকে

বগুড়ার নন্দীগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে দাঁড়িয়ে থাকা ইজিবাইকের এক্সেলেটর টেনে জীবন দিতে হলো ২ বছরের আবু সাফিউল শাফিকে। বুধবার দুপুরে উপজেলার নন্দীগ্রাম বাজারে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত শিশু আবু সাফিউল শাফিন বগুড়ার শাহজাহানপুর উপজেলার কামারপাড়া গ্রামের সাদিকুল ইসলামের ছেলে। শিশুটি তার মায়ের সঙ্গে নন্দীগ্রাম উপজেলার দক্ষিণপাড়ায় নানার বাড়িতে বেড়াতে আসে। বুধবার দুপুরের দিকে নানা শাহজাহান আলীর সঙ্গে নন্দীগ্রাম বাজারে যায়। সেখানে একটি ইজিবাইক চালু অবস্থায় দাঁড়ানো ছিল।

শিশু শাফিন ইজিবাইকের এক্সেলেটরে হাত দিয়ে টান দিলে গাড়িটি সামনের দিকে চলতে থাকে। এতে মাথায় আঘাত লেগে শিশু শাফিন গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথিমধ্যে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই ইজিবাইকচালক পালিয়ে যান।

নন্দীগ্রাম থানার ওসি তারিকুল ইসলাম জানান, পরিবারের সদস্যরা শিশুর মরদেহ বাড়িতে নিয়ে দাফন করেছেন। এ ব্যাপারে কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম