Logo
Logo
×

সারাদেশ

মাছ কেনা নিয়ে সংঘর্ষে আহত ৫০

Icon

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪, ০৭:১৮ পিএম

মাছ কেনা নিয়ে সংঘর্ষে আহত ৫০

হবিগঞ্জের লাখাইয়ে মাছ ক্রয় করা নিয়ে বাগবিতণ্ডার জের ধরে দুপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহতদের সদর আধুনিক হাসপাতাল ও লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাতে লাখাই বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিকালে বাজারে মাছ ক্রয় করা নিয়ে উপজেলার স্বজনগ্রামের আব্দুল্লাহ মিয়ার ছেলে কামাল মিয়ার সঙ্গে একই গ্রামের আবু মিয়ার ছেলে জিলু মিয়ার বাগবিতণ্ডা হয়। এর জের ধরে রাতে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে দুপক্ষের অন্তত ৫০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

লাখাই থানার ওসি মো. বন্দে আলী জানান, বাজারে মাছ কেনাবেচার সময় কথা কাটাকাটির জেরে এ সংঘর্ষ হয়। গ্রামের পরিস্থিতি শান্ত আছে।

হবিগঞ্জ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম