Logo
Logo
×

সারাদেশ

অর্থাভাবে চিকিৎসাবঞ্চিত অজ্ঞাত রোগে আক্রান্ত জামিনুর

Icon

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ১১:০১ পিএম

অর্থাভাবে চিকিৎসাবঞ্চিত অজ্ঞাত রোগে আক্রান্ত জামিনুর

অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে অর্থের অভাবে চিকিৎসাবঞ্চিত দরিদ্র বাবা-মায়ের সন্তান জামিনুর রহমান (১৬)।

ফরিদপুরের নগরকান্দা উপজেলার নগরকান্দা গ্রামের দরিদ্র কৃষক মান্নান শেখ ও আঙ্গুরী বেগমের দুই ছেলে ও এক মেয়ের মধ্যে জামিনুর দ্বিতীয় সন্তান।

জমিজমা ভিটেবাড়ি না থাকায় বর্তমানে তারা বসবাস করছেন উপজেলার কাইচাইল ইউনিয়নের কফাই বালিয়া আশ্রয়ণ প্রকল্পের ঘরে।

জামিনুরের মা আঙ্গুরী বেগম বলেন, জন্মের পর থেকেই জামিনুরের ডান চোখের উপরে সামান্য বাড়তি চামড়া মাংস দেখতে পাই। আস্তে আস্তে চোখের উপরের সেই অংশ বড় বড় হতে থাকে। জামিনুরের বয়স যখন ১০ বছর, তারপর থেকে বেশি বড় আকার ধারণ করে ডান চোখটি বন্ধ হয়ে গেছে।

তিনি বলেন, বিশেষজ্ঞ চিকিৎসক জানিয়েছেন উন্নত চিকিৎসার মাধ্যমে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব। তবে উন্নত চিকিৎসা করাতে হলে ৮০ হাজার থেকে ১ লাখ টাকা প্রয়োজন; যা আমাদের মতো দরিদ্র ভূমিহীন পরিবারের পক্ষে বহন করা অসম্ভব।

মা বলেন, সমাজের দয়ালু বিত্তবান ব্যক্তিরা এগিয়ে এলে আমার সন্তানকে সম্পূর্ণ সুস্থ করতে পারতাম। আমার সন্তানের চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সাহায্য ও সার্বিক সহযোগিতা প্রার্থনা করছি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম