Logo
Logo
×

সারাদেশ

মাদারীপুর শ্রমিক লীগের সভাপতি গ্রেফতার

Icon

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ০৯:৩০ পিএম

মাদারীপুর শ্রমিক লীগের সভাপতি গ্রেফতার

মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় জেলা শ্রমিক লীগ সভাপতি জয়নাল ফকিরকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। মাদারীপুর শহরের হরিকুমারিয়া এলাকা থেকে সোমবার সকালে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জয়নাল ফকির মাদারীপুর সদর উপজেলার ঝিকরহাটি গ্রামের রব ফকিরের ছেলে।

মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত তাওহীদ সন্ন্যামাত (২১) হত্যা মামলায় সোমবার বিকালে তাকে আদালতে তোলা হয়। গ্রেফতারকৃত জয়নাল ফকির সাবেক মন্ত্রী ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খানের অনুসারী।

মাদারীপুর সদর থানার ওসি আল মামুন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই মাদারীপুর সদর উপজেলার খাগদী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে অংশ নেন তাওহীদ সন্ন্যামাত। এ সময় তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। নিহত তাওহীদ সন্ন্যামাত মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের সুচিয়ারভাঙ্গা গ্রামের সালাউদ্দিন সন্ন্যামাতের ছেলে।

এ ঘটনায় ২৫ আগস্ট মাদারীপুর জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুল হাসান বাদী হয়ে ৯২ জন আসামির নামে মাদারীপুর সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মাদারীপুর সদর থানার ওসি আল মামুন জানান, সোমবার বিকালে জয়নাল ফকিরকে আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম