Logo
Logo
×

সারাদেশ

অতিরিক্ত দেনমোহর দাবির জের, ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল পিতার

Icon

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ০৭:১২ পিএম

অতিরিক্ত দেনমোহর দাবির জের, ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল পিতার

মৌলভীবাজারের বড়লেখায় কনেপক্ষের অতিরিক্ত দেনমোহর দাবির জেরে ছেলের হাতে খুন হলেন বৃদ্ধ পিতা মামুন মিয়া (৭০)। ঘটনাটি ঘটেছে রোববার রাত ১০টার দিকে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের পূর্ব-হাতলিয়া (কলাজুরা) গ্রামে।

রাতেই পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সোমবার সকালে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

ঘটনার পরই ঘাতক ছেলে নোমান আহমদ (৩০) পালিয়েছে। পুলিশ তাকে গ্রেফতারের জন্য অভিযান চালাচ্ছে। 

জানা গেছে, নিহত মামুন মিয়ার পাঁচ ছেলের মধ্যে নোমান আহমদ দ্বিতীয়। নোমানের সঙ্গে সুজানগর ইউনিয়নের এক মেয়ের বিয়ের কথাবার্তা চলছিল। কনেপক্ষ ৮ লাখ টাকা দেনমোহর দাবি করেন। পাত্র নোমানের বাবাসহ পরিবারের লোকজন ৪ লাখ টাকা দেনমোহর দিতে সম্মত হলে কনেপক্ষ তা নাকচ করে দেয়। ৮ লাখ টাকা দেনমোহরে বিয়েতে কেন রাজি হননি এর জেরে নোমান আহমদ ক্ষিপ্ত হয়ে রোববার রাতে পরিবারের সদস্যদের ওপর আক্রমণ করে।

একপর্যায়ে কুড়াল দিয়ে বাবা মামুন মিয়ার মাথায় ও গলায় আঘাত করে। মুমূর্ষু অবস্থায় বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরই ঘাতক ছেলে নোমান আহম্মদ পালিয়ে যায়।

নিহতের বড় ছেলে জাকির হোসেন জানান, নোমান রোববার রাতে পরিবারের সবার ওপর আক্রমণ চালায়। তর্কাতর্কির একপর্যায়ে সে তাদের বাবাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে। 

বড়লেখা থানার ওসি আব্দুল কাইয়ূম জানান, সোমবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত ছেলে নোমানকে গ্রেফতারের অভিযান চালানো হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম