Logo
Logo
×

সারাদেশ

বিয়ের আশ্বাস দিয়ে প্রেমিকাকে ধর্ষণ, প্রেমিক গ্রেফতার

Icon

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৫৬ পিএম

বিয়ের আশ্বাস দিয়ে প্রেমিকাকে ধর্ষণ, প্রেমিক গ্রেফতার

পটুয়াখালীর মহিপুরে বিয়ের আশ্বাসে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে সোহাগ (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত সোহাগ মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের মুসুল্লীয়াবাদ গ্রামের বাসিন্দা আবু সালেহর ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একই এলাকার বাবুল আকনের মেয়ে সুমাইয়া আক্তারের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে সোহাগের। বিবাহের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন প্রেমিকা।

শনিবার দুপুরে আরেক দফা ধর্ষণের উদ্দেশ্যে প্রেমিকার বাসায় গেলে স্থানীয় জনতা তাকে আটক করেন। পরে প্রেমিকা বাদী হয়ে মহিপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ নারী ও শিশু নির্যাতন  দমন আইনে  তাকে লতাচাপলীর আজিমপুর এলাকা থেকে গ্রেফতার করে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম বলেন, এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে অভিযুক্ত সোহাগের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে ও আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম