Logo
Logo
×

সারাদেশ

কমিটি নিয়ে বিরোধ

কুষ্টিয়া বিএনপির ১৫ নেতাকে শোকজ নোটিশ

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ০৫:২৮ এএম

কুষ্টিয়া বিএনপির ১৫ নেতাকে শোকজ নোটিশ

কুষ্টিয়া জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির বিপক্ষে অবস্থান নেওয়া ১৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিএনপি। মঙ্গলবার কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার স্বাক্ষরিত পাঠানো নোটিশ প্রাপ্তির তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। 

নোটিশ পাওয়া নেতাদের মধ্যে রয়েছেন বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য শামিম উল হাসান অপু ও মহিউদ্দিন চৌধুরী মিলন এবং কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু, কাজল মজমাদার ও মিরাজুল ইসলাম রিন্টুসহ ১৫ জন। 

বিএনপি সূত্রে জানা গেছে, ২৫ সেপ্টেম্বর কুষ্টিয়া পৌর বিএনপির সাবেক সভাপতি কুতুব উদ্দিন আহমেদকে আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী জাকির হোসেন সরকারকে সদস্য সচিব করে কুষ্টিয়া জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি হয়। 

নেতাকর্মীদের অভিযোগ কমিটির অনেকে বিগত আওয়ামী লীগ সরকারের নির্যাতন অত্যাচারের সময় মাঠে ছিলেন না। এরপর কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ভেঙে দিতে বিক্ষোভ সমাবেশ করেন পদবঞ্চিত নেতাকর্মীরা। এতে কমিটিতে থাকা কয়েকজন ত্যাগী নেতাও অংশ নেন। ৬ নভেম্বর বিক্ষোভ সমাবেশে কমিটি ভেঙে দিতে ৭২ ঘণ্টার আলটিমেটাম দেন তারা। সর্বশেষ ১৭ নভেম্বর আহ্বায়ক কমিটি ভেঙে দিতে আবারও বিক্ষোভ সমাবেশ করেছেন পদবঞ্চিতরা।

এ প্রেক্ষিতে দেওয়া শোকজ চিঠিতে বলা হয়, অনুমোদিত কমিটি এবং নেতৃবৃন্দের বিরুদ্ধে অগঠনতান্ত্রিক, বে-আইনি, উচ্ছৃঙ্খল ও হঠকারীমূলক পদক্ষেপ গ্রহণ করে ‘দায়িত্বজ্ঞানহীন তথাকথিত কর্মসূচিতে’ বারবার অংশ নিয়ে অসত্য, বিদ্বেষপূর্ণ, অশালীন ও হুমকিমূলক বক্তব্য দিয়েছেন। যা দলের গঠনতন্ত্রের ধারা মতে দলের চেয়ারম্যানের কর্তব্য, ক্ষমতা ও দায়িত্বকে অস্বীকৃতি জানানো এবং দলবিরোধী শাস্তিযোগ্য কর্মকাণ্ড হিসাবে বিবেচিত হচ্ছে। নোটিশপ্রাপ্তির তিন দিনের মধ্যে উত্থাপিত অভিযোগের লিখিত জবাব দাখিল করার নির্দেশ প্রদান করা হলো।

তবে শোকজ নোটিশ পাওয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মহিউদ্দিন চৌধুরী মিলন বলেন, কমিটিতে দুর্দিনে দলের হাল ধরা অনেক নেতাকর্মীদের জায়গা হয়নি। অযোগ্যদের বাদ দিয়ে দলের পাশে থেকে দলের জন্য যারা ত্যাগ শিকার করেছে তাদের অন্তর্ভুক্ত করতে আন্দোলন করেছি। ওই শোকজ চিঠির কোনো প্রশাসনিক গ্রহণযোগ্যতা নেই। শোকজ চিঠির ধরন দেখে মনে হচ্ছে সদস্য সচিব ব্যক্তিগত চিঠি পাঠিয়েছে। 

শোকজ নোটিশ পাওয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু বলেন, আমরা কোন দলীয় শৃঙ্খলা ভঙ্গ করি নাই। কুতুব উদ্দিন-জাকির হোসেন সরকারের পকেট কমিটির বিরুদ্ধে আমরা গণতান্ত্রিক আন্দোলন করছি। দলের গঠনতন্ত্র মেনেই প্রতিবাদ জানাচ্ছি। 

কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, কারণ দর্শানোর নোটিশ আহ্বায়ক কমিটির এখতিয়ারভুক্ত। যারা দলের বিপক্ষে অবস্থান নিয়েছে তাদের শোকজ করা হয়েছে এবং জবাব দিতে বলা হয়েছে। যারা নোটিশের জবাব দেবেন না তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম