Logo
Logo
×

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়া

কমিটি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দু’গ্রুপের সংঘর্ষ

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ০২:৫৭ এএম

কমিটি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দু’গ্রুপের সংঘর্ষ

কমিটি নিয়ে বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার বিকালে পৌর শহরের জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গভঃ মডেল গার্লস হাই স্কুলে এ ঘটনা ঘটে। এসময় আঘাতে দুইজন গুরুতর আহত হয়েছেন।

আহতরা হলেন- বোরহান উদ্দিন (২১) ও  ফয়সাল (২৭)।  বোরহান উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া সিটি কলেজের শিক্ষার্থী।  

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করেন। 

প্রত্যক্ষদর্শী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, কমিটি গঠনের লক্ষ্যে কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে শনিবার বিকেলে শহরের গভঃ মডেল গার্লস হাই স্কুলের মাঠে একটি সভার আয়োজন করা হয়। শহর ও বিভিন্ন উপজেলা থেকে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত হন। সভার এক পর্যায়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক পক্ষ উত্তেজিত হয়ে পড়ে। পরে তারা বাগ্‌বিতণ্ডায় জড়ায়। 

এক পর্যায়ে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে বোরহান উদ্দিন সিয়াম ও ফয়সলকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের শহরের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। 

এ সময় শহরের আমিন কমপ্লেক্সের সামনে একটি ইজিবাইক ভাঙচুর করেন উত্তেজিত ছাত্ররা।

এঘটনায় উভয়পক্ষের ২০-২৫ জন আহত হয়। তবে গুরুতর হয়ে ফয়সাল ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি এবং বোরহানকে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।  

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, কমিটি গঠনকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে গুরুতরভাবে দুজন আহত হয়েছে।এ ঘটনায় কোনোপক্ষই থানায় অভিযোগ দায়ের করেননি। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম