Logo
Logo
×

সারাদেশ

রাঙামাটিতে সংবর্ধিত ঋতুপর্ণা রুপনা মনিকা

Icon

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ০২:০৭ এএম

রাঙামাটিতে সংবর্ধিত ঋতুপর্ণা রুপনা মনিকা

নিজ জেলা রাঙামাটিতে সংবর্ধিত হলেন সাফ নারী চ্যাম্পিয়ন শিপ ২০২৪ জয়ী ঋতুপর্ণা, রুপনা ও মনিকা চাকমা। 

শনিবার রাঙামাটি চিংহ্লামং মারী স্টেডিয়ামে রাঙামাটিবাসীর পক্ষে বর্ণাঢ্য এ  সংবর্ধনার আয়োজন করে জেলা প্রশাসন। 

এতে সহযোগিতা করেছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ, রাঙামাটি রিজিয়ন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও জেলা পুলিশ। 

সকাল ১০ টায় ঘাগড়া উচ্চবিদ্যালয় হতে মোটর শোভাযাত্রাযোগে নিয়ে রাঙামাটি স্টেডিয়ামে প্রবেশ করানো হয় টানা দ্বিতীয়বার সাফজয়ী রাঙামাটির তিন কৃতি ফুটবল কন্যাকে। একই সঙ্গে সংবর্ধিত হয়েছেন ফিফা রেফারি রাঙামাটির কৃতি নারী ফুটবলার জয়া চাকমাও।

পরে জেলাবাসীর পক্ষে মঞ্চে উত্তরীয় পরিয়ে রেফারি জয়া চাকমাসহ ঋতুপর্ণা, রুপনা ও মনিকাকে বরণ করে উঞ্চ সবংর্ধনা দেন রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শওকত ওসমান, জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান রিপন চাকমা, জেলা প্রশাসক মোশারফ হোসেন খান ও পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন সহ উপস্থিত স্থানীয় জনপ্রতিনিধি এবং সামরিক বেসামরিক প্রশাসনিক কর্মকর্তারা। 

এ সময় তারা বলেন, জয়া-ঋতুপর্ণা-রুপনা-মনিকাসহ পাহাড়ের কৃতি নারী ফুটবলাররা পুরো জাতির অহংকার। আমরা সব সময় তাদের পাশে আছি। তাদের কৃতিত্বে সম্মাননা দেওয়ার কর্তব্য আমাদের সবার। পাশাপাশি বক্তব্যে তিন কৃতি নারী ফুটবলারের বাড়িঘর ও রাস্তা নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন প্রশাসনের কর্মকর্তারা। বিপরীতে গভীর কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও আনন্দ প্রকাশ করে নিজেদের খুশির অনুভূতি ব্যক্ত করেন পাহাড়ের ফুটবল কন্যারা। এ সবংর্ধনা আমাদের জন্য বড় অর্জন ও গৌরবের, যা হবে চিরস্মরণীয়। 

পরে মঞ্চে ক্রেস্ট ও নগদ অর্থের সম্মাননার চেক তুলে দেওয়া হয় পাহাড়ের তিন কৃতি নারী ফুটবলারের হাতে। এর মধ্যে প্রত্যেকের হাতে রাঙামাটি রিজিয়ন ১ লাখ, জেলা প্রশাসন ১ লাখ ও রাঙামাটি পৌরসভা হতে ৫০ হাজার টাকা করে নগদ অর্থেও সম্মাননা চেক তুলে দেওয়া হয়েছে। 

এবারের সাফে সেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন রাঙামাটির মেয়ে ঋতুপর্ণা চাকমা। আর সেরা গোলরক্ষকের খেতাব জুড়েছে একই জেলার রুপনা চাকমার হাতে। চমৎকার গোল করেছেন খাগড়াছড়ির মেয়ে মনিকা চাকমা।  

সেরা নারী ফুটবলার ঋতুপর্ণার বাড়ি রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের মগাইছড়ি গ্রামে। আর সেরা গোলরক্ষক রুপনার বাড়ি রাঙামাটির নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা ভুয়ো আদাম গ্রামে এবং মনিকা চাকমার বাড়ি খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলায়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম