Logo
Logo
×

সারাদেশ

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে হবে: কাজী মনিরুজ্জামান

Icon

যুগান্তর প্রতিবেদন, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ১১:৫৫ পিএম

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে হবে: কাজী মনিরুজ্জামান

তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র সম্মিলিত পরিষদের সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির বলেছেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে হবে। ভারতে বসে স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা এখনো ষড়যন্ত্র করছে। ছাত্র-জনতাকেই ঐক্যবদ্ধ হয়ে সব ষড়যন্ত্র রুখে দিতে হবে। ভোটাধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধভাবে সতর্ক থাকতে হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। 

শনিবার বিকালে উপজেলার তারাবো পৌরসভার রূপসী সাইনবোর্ড বালুর মাঠে আয়োজিত এক শান্তি সমাবেশে তিনি এ কথা বলেন।  

সভায় সভাপতিত্ব করেন তারাবো পৌরসভা বিএনপি নেতা হাফেজ আহাম্মেদ। সভায় বক্তব্য দেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক নাছির উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মাহাবুবুর রহমান, তাবারো পৌরসভার সাবেক মেয়র শফিকুল ইসলাম চৌধুরী, বিএনপি নেতা মোশারফ হোসেন, কাজী আহাদ, জাকির হোসেন রিপন, আব্দুল মান্নান পারভেজ, রমজান আলী, শুক্কুর আলী মোল্লা, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সুলতান মাহমুদ, আবু ভুঁইয়া মাছুম, উপজেলা কৃষকদল নেতা আব্দুল জলিল, নারায়ণগঞ্জ জেলা ওলামাদলের সধারণ সম্পাদক হাফেজ জাকারিয়া, রূপগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের সভাপতি জজ মিয়া প্রমুখ।  

সভায় কাজী মনিরুজ্জামান বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগের নেতাকর্মীরা হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছে। আওয়ামী লীগের প্রেতাত্মাদের মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও নৈরাজ্যকে প্রতিরোধ করতে হবে। দলীয় কেউ এ সব অপকর্মে জড়িত হলে বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হবে। অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম