Logo
Logo
×

সারাদেশ

লাখ টাকা মণ, এক ইলিশ বিক্রি ৬ হাজারে

Icon

যুগান্তর প্রতিবেদন, কুয়াকাটা (পটুয়াখালী)

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ০২:০২ এএম

লাখ টাকা মণ, এক ইলিশ বিক্রি ৬ হাজারে

কুয়াকাটায় ২ কেজি ২৮ গ্রাম ওজনের একটি ইলিশ ৬ হাজার টাকায় বিক্রি হয়েছে। শুক্রবার বিকালে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে স্থানীয় জেলে জামাল হোসেনের জালে এ মাছটি ধরা পড়ে।

কুয়াকাটা রাসেল ফিস মাছটি বিক্রির জন্য নিয়ে এলে নিলামের মাধ্যমে ফিস ভ্যালির পক্ষে মো. হাসান ১ লাখ টাকা মণ দরে মাছটি ক্রয় করেন। 

স্থানীয় মাছ ব্যবসায়ী আব্দুর রহমান বলেন, এত বড় ইলিশ সচরাচর দেখা যায় না। বেশ ভালো দামে মাছটি বিক্রি হয়েছে৷ ২ হাজার ৫শ টাকা কেজি দরে ৫ হাজার টাকায় মাছটি কিনে নেন হাসান নামে এক মৎস্য ব্যবসায়ী। পরে তিনি শুক্রবার সন্ধ্যায় অনলাইনে ৬ হাজার টাকায় বিক্রি করে দেন। এ সময় মাছটি এক নজর দেখার জন্য অনেকেই ভিড় করেছেন। 

জেলে জামাল হোসেন বলেন, এ বছর এই প্রথম আমার জালে এত বড় মাছ ধরা পড়েছে। বড় মাছের চাহিদা বেশি, দামও ভালো। সাগরে এমনিতেও এখন বেশি মাছ মিলছে না। তবে বড় মাছ পাওয়ার আনন্দ অনেক বেশি।

মৎস্য ব্যবসায়ী রেজাউল ইসলাম বলেন, এত বড় মাছ বাজারে খুব কম পাওয়া যায়। নিলামে ১ লাখ মণ টাকা দরে প্রথমে বিক্রি হলেও পরে অনলাইনে মাছটি ৬ হাজার টাকায় বিক্রি হয়েছে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এমন সাইজের মাছ মূলত গভীর সমুদ্রে থাকে। কুয়াকাটা সৈকত সংলগ্ন আন্ধারমানিক মোহনায় পলি জমে থাকার কারণে বড় ইলিশ সাধারণত ধরা পড়ে না। মোহনা খনন এবং জালের প্রশস্ততা বাড়ালে এ মাছ বেশি ধরা পড়বে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম