Logo
Logo
×

সারাদেশ

দুই ছেলের নির্যাতনে বৃদ্ধের আত্মহত্যা

Icon

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ০১:৫০ এএম

দুই ছেলের নির্যাতনে বৃদ্ধের আত্মহত্যা

কোটালীপাড়ায় সন্তানদের অত্যাচার সহ্য করতে না পেরে বিষপানে নিজের প্রাণ দিয়েছেন সুরেন গাইন নামে ৮০ বছরের এক বৃদ্ধ। গোপালগঞ্জ সদর হাসপাতালে বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়। তিনি বাগান উত্তরপাড়া গ্রামে মতিলাল গাইনের ছেলে।

জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে ১৬ নভেম্বর সুরেন গাইনের সঙ্গে তার দুই ছেলে খোকন গাইন ও প্রদীপ গাইনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই ভাই মিলে বৃদ্ধ বাবার গায়ে হাত তোলেন। এ কষ্ট সহ্য করতে না পেরে ওই দিন রাতে সুরেন গাইন বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। পরে অসুস্থ সুরেন গাইনকে পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন। শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসক তাকে ২৫০ শয্যাবিশিষ্ট গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে সুরেন গাইনের মৃত্যু হয়।

এ ব্যাপারে সুরেন গাইনের দুই ছেলে খোকন গাইন ও প্রদীপ গাইনের কাছে জানতে চাওয়া হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

কোটালীপাড়া থানার ওসি কালাম আজাদ বলেন, অভিযোগ পেলে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম