Logo
Logo
×

সারাদেশ

এবার যাকে পছন্দ তাকে ভোট দিতে পারবে মানুষ: ধর্ম উপদেষ্টা

Icon

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ০১:২৬ এএম

এবার যাকে পছন্দ তাকে ভোট দিতে পারবে মানুষ: ধর্ম উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, এবার যাকে পছন্দ তাকে ভোট দিতে পারবে। আপনার ভোট দেওয়া হয়ে গেছে সেই কথা আর কেউ বলতে পারবে না। অবাধ নিরপেক্ষ ভোটে নির্বাচিত হয়ে যারা ক্ষমতায় আসবে আমরা তাদের হাতে ক্ষমতা বুঝিয়ে দিব। আমি বারবার বলি আমরা বেশি দিন থাকতে আসি নাই। যারা আসবে তাদের পদ সুগম করতে এসেছি।

শুক্রবার রাতে চট্টগ্রামের আল-জামিয়াতুল আহালিয়া দারুল উলুম মইনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা মাঠে বার্ষিক মাহফিল ও দস্তারবন্দি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, বিগত সরকার যখন রাষ্ট্রীয় ক্ষমতা ছিল, তখন তাদের দোসররা সমস্ত সম্পত্তি লুঠ করে ব্যাংকের তলা শেষ করে বিদেশে ঘর বানিয়েছে।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, আমাদের হাতে সময় কম, নির্বাচন কমিশনার গঠন করেছি। এরপর ভোটার তালিকা হালনাগাদ করব। হালনাগাদে ভোটার তালিকায় যারা নতুন ভোটার হয়েছে তাদের নাম অন্তর্ভুক্ত করা হবে এবং মৃত ব্যক্তিরা বাদ যাবে।

তিনি বলেন, আলেম-ওলামাদের সঙ্গে আমাদের থাকতে হবে, তারা হলেন এ জাতির রাহাবার। আমাদের মধ্যে খেলাফত থাকবে, এর পরেও যদি আমরা একে অপরের হাত ধরতে পারি তবে আমরা সুন্দর ভবিষ্যৎ নির্মাণ করতে পারব। আমি আগেও আলেমদের কাতারে ছিলাম; এখনও আছি, আগামীতেও থাকব।

মাহফিল ও দস্তারবন্দি সম্মেলনের সভাপতিত্ব করেন মাদ্রাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির আল্লামা মুফতি খলিল আহমদ কাসেমী আল কুরাইশী।

অনুষ্ঠিত বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী সম্মেলনে নসিহত পেশ করেন হেফাজত ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী, আল্লামা শেখ আহমদ, আল্লামা মুফতি আহমাদুল্লাহ, আল্লামা নূরুল ইসলাম ওলিপুরী, মুফতি কিফায়াতুল্লাহ, আল্লামা মুফতি জসিমুদ্দীন, মাওলানা আবু তাহের নাদবী সাহেব মাওলানা মাওলানা সালাহ উদ্দীন নানুপুরী, মাওলানা হাবীবুর রহমান কাসেমী, মাওলানা লোকমান হাকিম, মাওলানা ওসমান ফয়জী, মাওলানা আজিজুল হক আল মাদানী, মাওলানা মাহমুদুল হাসান ফতেহপুরী, মাওলানা আশরাফ আলী নিজামপুরী, মাওলানা সা'দাত হোসাইন সাহেব, মাওলানা মুফতি নুরুল্লাহ সাহেব, মাওলানা কিফায়াতুল্লাহ আজহারী এবং আল্লামা আহমাদুল্লাহ প্রমুখ।

এছাড়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাসির উদ্দিন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন ও বিএনপির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন প্রমুখ।

মাহফিল শেষে হাজার হাজার তরুণ আলেমকে প্রতিষ্ঠানের নাম ও মনোগ্রাম খচিত বিশেষ সম্মানসূচক পাগড়ি প্রদান করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম