Logo
Logo
×

সারাদেশ

ওয়ার সিমেট্রিতে খনন কাজ সমাপ্ত

ময়নামতিতে মিলল ২৩ জাপানি সৈনিকের দেহাবশেষ

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ১২:২৪ এএম

ময়নামতিতে মিলল ২৩ জাপানি সৈনিকের দেহাবশেষ

কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেট্রি (যুদ্ধ সমাধি) থেকে ২৪ জাপানি সৈনিকের সমাধি খনন কাজ শুক্রবার বিকালে আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। ২৪টি সমাধির মধ্যে ২৩টিতেই সৈনিকদের দেহাবশেষের বিভিন্ন অংশ মিলেছে। একটি সমাধি থেকে কোনো আলামত মেলেনি।

এসব তথ্য জানিয়েছেন জাপানের ফরেনসিক দলকে সহায়তাকারী লেফটেন্যান্ট কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির। তিনি বলেন, ৮১ বছর পরও ২৩ সৈনিকের মাথার খুলি ও কিছু হাড় আমরা পেয়েছি। পুরো দলকে এজন্য কঠোর শ্রম দিতে হয়েছে। প্রতিটি সমাধি কখনো যন্ত্রপাতি, কখনো হাতে সাবধানতার সঙ্গে খনন করতে হয়েছে। তবে একজনের সমাধিতে কিছু পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে ওই সৈনিকের বয়স খুব কম ছিল। যতটুকু দেহাবশেষের আলামত মিলেছে আশা করি জাপানে গিয়ে ফরেনসিক টিম পরীক্ষাগারে ইতিবাচক ফল পাবে। জাপানি ফরেনসিক টিম এ বিষয়ে আশাবাদী।

জানা গেছে, কুমিল্লা সেনানিবাসের ময়নামতি ওয়ার সিমেট্রিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ১৩ দেশের ৭৩৮ জন সেনাকে সমাহিত করা হয়। ১৯৬২ সালে একজন সৈনিকের দেহাবশেষ তার স্বজনরা যুক্তরাষ্ট্রে নিয়ে যান। কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশন এই যুদ্ধ সমাধি ক্ষেত্র তৈরি ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম