Logo
Logo
×

সারাদেশ

সিদ্ধিরগঞ্জে শেখ হাসিনাসহ ৬১ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

Icon

সিদ্ধিরগঞ্জ দক্ষিণ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ১১:৫৭ পিএম

সিদ্ধিরগঞ্জে শেখ হাসিনাসহ ৬১ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

ছাত্র-জনতার আন্দোলনে মুরসালিন আলম (২২) গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় ৬১ জনের বিরুদ্ধে একটি হত্যাচেষ্টা মামলা করা হয়েছে। একই মামলায় আরও ১৫০-২০০ জন নেতাকর্মীকে অজ্ঞাত রাখা হয়।

ভুক্তভোগীর বাবা শাহ আলম এর আগে নারায়ণগঞ্জ আদালতে মামলার আবেদন করলে শুক্রবার দুপুরে আদালতের নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করা হয়।

এদিন বিকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন। তিনি বলেন, আদালতের নির্দেশে মামলা করা হয়েছে। 

এ মামলায় শেখ হাসিনার সহযোগী আসামি হিসেবে রয়েছেন- বিদায়ী সরকারের সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ, সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান ও তার বড় ভাই সাবেক সংসদ সদস্য সেলিম ওসমান ও সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, সর্বশেষ ১৮ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলার সময়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের জালকুড়ি বাসস্ট্যান্ডে আহত মুরসালিন আলমসহ বহুসংখ্যক জনতা একত্রিত হয়ে সড়কে অবস্থান নেন। তখন এ মামলার আসামিরা তাদের উদ্দেশ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। প্রাণরক্ষায় ভুক্তভোগী স্থান ত্যাগ করার চেষ্টাকালে তার কোমর এবং দুই পায়ে গুলিবিদ্ধ হন। পরবর্তীতে মুরসালিনকে রক্তাক্ত অবস্থায় কয়েকজন ব্যক্তি তাৎক্ষণিক ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম