Logo
Logo
×

সারাদেশ

বুড়িচংয়ে গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে সভা

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ১১:১৭ পিএম

বুড়িচংয়ে গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে সভা

কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। 

শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলা মডেল মসজিদ গাজীপুরের কনফারেন্স হল রুমে এ স্মরণ সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার।

সভায় বক্তব্য দেন- সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হক,  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মীর হোসেন মিঠু, বুড়িচং থানার ওসি মোহাম্মদ  আজিজুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মান্নান, উপজেলা  প্রকোশলী আলিফ আহাম্মদ অক্ষর। 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোস্তফা মাইদুল মোর্শেদের সার্বিক তত্ত্বাবধানে আরও বক্তব্য দেন- ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আব্দুর রহিম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী তানভীর হাসান, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আবুল হোসেন  মজুমদার, ডাক্তার আসমা বিনতে আলম, গোলাম রব্বানী, আজগর হোসেন,  আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সমাজ সমবায়   কর্মকর্তা কবির  আহমদ,  উপজেলা সমবায় কর্মকর্তা মীর হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়ীদুল ইসলাম চৌধুরী, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক হাবিবুর রহমান,  উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, উপজেলা শিক্ষা অফিসার ফৌজিয়া খাতুন। 

উপস্থিত ছিলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জামিলুর রহমান তানিম, তারিকুল ইসলাম পিয়াস অ্যাম্পিয়ার, রিফাত হোসেন, আদনান সানি, সাব্বির আহমদ, শাকিল, সুমন আহমেদ, আকাশ, আন্দোলনে আহত আবু সাঈদসহ  অন্য বিভাগীয় কর্মকর্তারা।

পরে জুলাই-আগস্টে অভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের স্মরণে বিশেষ মোনাজাত ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম