
প্রিন্ট: ১৭ এপ্রিল ২০২৫, ০১:১০ পিএম
চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ ৩ অস্ত্র কারবারি গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ১১:০৯ পিএম

আরও পড়ুন
চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ তিনজন পেশাদার অস্ত্র কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হচ্ছেন- মিদোক মারমা, উহলাঞো মারমা ও মুইচিং মারমা। এ সময় তাদের কাছ থেকে যুক্তরাষ্ট্রের তৈরি ৭.৬৫ মিমি একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
শুক্রবার ভোররাত ৩ টার দিকে নগরীর চান্দগাঁও থানাধীন টেকবাজার পুল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন সিএমপির এডিসি (গণমাধ্যম) কাজী তারেক আজিজ।
পুলিশ জানায়, চান্দগাঁও থানা এলাকার টেকবাজারের একটি ভবনে বিদেশি অস্ত্রসহ কয়েকজন পেশাদার অস্ত্র কারবারি অবস্থানের খবর পেয়ে চান্দগাঁও থানা পুলিশের দুটি টিম অভিযান পরিচালনা করে। শাহেদ বিল্ডিংয়ের নামে একটি ভবনের ৪র্থ তলার ৪ নম্বর কক্ষ থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় যুক্তরাষ্ট্রের তৈরি ৭.৬৫ মিমি একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা পুলিশের জিজ্ঞাসাবাদে জানান, তারা বিভিন্ন সময় বান্দরবানসহ বিভিন্ন এলাকা থেকে নানা ধরনের বিদেশি আগ্নেয়াস্ত্র সংগ্রহ করে চট্টগ্রাম মহানগরসহ পার্শ্ববর্তী এলাকায় বিক্রি করে।
সিএমপির এডিসি (গণমাধ্যম) কাজী তারেক আজিজ জানান, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে আদালতে চালান দেওয়া হয়েছে। তারা পেশাদার অস্ত্র কারবারি।