ভারতে অনুপ্রবেশের দায়ে দুই বাংলাদেশি তরুণী আটক
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ১০:১৫ এএম
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তপথে অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই বাংলাদেশি তরুণীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তারা অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে ফিরছিলেন।
শুক্রবার সকালে সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার আখাউড়া উপজেলা দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন- খুলনা সদর উপজেলার জিরো পয়েন্ট এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেনের মেয়ে স্বপ্না বেগম অপরজন পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার হুগলা বুনিয়া ইউনিয়নের বুড়িয়াখালী গ্রামের বাসিন্দা হাবিবুর রহমানের মেয়ে সোনিয়া আক্তার।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক দুইজন প্রায় ৩ মাস আগে অবৈধভাবে ভারতের ত্রিপুরা রাজ্যে যান। রাজ্যের রাজধানী আগরতলা শহরে বাসাবাড়িতে তারা উভয়ে কাজ করছিলেন।
বৃহস্পতিবার দুপুরে ত্রিপুরার লঙ্কামুড়া সীমান্তপথে অবৈধভাবে ভারতীয় মানব পাচারকারী রাহুল দাসের মাধ্যমে পাঁচ হাজার টাকার বিনিময়ে বাংলাদেশি মানব পাচারকারী দালাল সাইমুনের সহযোগিতায় উপজেলার দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর সীমান্তের ২০২২/৯-এস পিলার এলাকা দিয়ে বাংলাদেশে ফেরার সময় তাদের আটক করে ফকিরমুড়া বিজিবি ক্যাম্পের টহলরত জওয়ানরা।
২৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতেয়াজ বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান বন্ধ ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সতর্কাবস্থায় রয়েছে। আটকদের রাতেই আখাউড়া থানায় সোপর্দ করা হয়েছে।