Logo
Logo
×

সারাদেশ

কাশিমপুর কারাগার থেকে পলাতক আসামি শিবচরে গ্রেফতার

Icon

যুগান্তর প্রতিবেদন,মানিকগঞ্জ

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ০৬:২১ এএম

কাশিমপুর কারাগার থেকে পলাতক আসামি শিবচরে গ্রেফতার

মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার চাঞ্চল্যকর আব্দুর রাজ্জাক (৩৫) হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি মো. মনিরুল ইসলাম রুবেলকে (৩১) মাদারীপুর জেলার শিবচর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে র‌্যাব ৪ ও র‌্যাব ৮ এর পৃথক দুটি টিম মনিরুলকে গ্রেফতার করে। মনিরুল ফরিদপুর জেলার ভাঙ্গা থানার পীরের চর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। র‌্যাব- ৪ এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব সুত্র জানা যায়, ২০১৭ সালের ১৮ জুলাই  আসামি মনিরুলকে বিজ্ঞ আদালত মৃত্যুদন্ডের সাজা প্রদান করেন। মনিরুল কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী থাকা অবস্থায় গত ৫ আগষ্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার পতন হলে দেশের আইন শৃংখলা ও নিরাপত্তা পরিস্থিতি কিছুটা ভেঙ্গে পড়ে। এই সুযোগ কাজে লাগিয়ে অন্য আসামিদের সঙ্গে কারাগারের মধ্যে দাঙ্গাহাঙ্গামা, ভাংচুর এবং অগ্নিসংযোগসহ ত্রাসের সৃষ্টি করে দায়িত্বপালনরত জেলরক্ষী ও কর্মকর্তাদের আঘাত করে জেল থেকে পালিয়ে যায়। 

এ ঘটনায় জেল কর্তৃপক্ষ বাদি হয়ে গত ১৫ আগষ্ট কোনাবাড়ী থানায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ একটি মামলা দায়ের করে। 

র‌্যাব-৪ কোম্পানি কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ৪, সিপিসি-৩ ও র‌্যাব- ৮ এর একটি চৌকস  আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে মাদারীপুর জেলার শিবচর থানা এলাকায় অভিযান পরিচালনা করে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি মনিরুল ইসলাম রুবেলকে গ্রেফতার করে পুলিশের কাছে হস্তান্তর করে। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম