Logo
Logo
×

সারাদেশ

যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজান, সম্পাদক সোহান

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ১০:৪৮ পিএম

যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজান, সম্পাদক সোহান

যশোর চেম্বার অব কমার্সের সভাপতি হিসেবে মিজানুর রহমান খান ও সম্পাদক তানভিরুল ইসলাম সোহান নির্বাচিত হয়েছেন। 

বৃহস্পতিবার নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও সিনিয়র সহকারী কমিশনার আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক পরিপত্রে ১৯ সদস্যর কমিটির পদ উল্লেখ করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

কমিটির সহসভাপতি হয়েছেন সাজ্জাদুর রহমান সুজা, জাহিদ হাসান টুকুন ও মঞ্জুর হোসেন মুকুল।  যুগ্ম সম্পাদক হয়েছেন মকছেদ আলী ও এজাজ উদ্দিন টিপু। আর কোষাধ্যক্ষ হয়েছেন শাহজাহান আলী খোকন। 

নির্বাহী সদস্যরা হলেন- গোলাম রেজা দুলু, সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল, নুরুজ্জামান লিটন, আবদুল হামিদ চাকলাদার ইদুল, কাশেদুজ্জামান সেলিম, শ্যামল দাস, খায়রুল কবীর, ইসমাইল হোসেন মিলন, নূর আলম পাটোয়ারি, সাইফুল ইসলাম লিটন রেজাউল করিম।

জানা গেছে, বিগত সরকারের আমলে রাজনৈতিক প্রভাব ও আদালতে মামলা থাকায় এক যুগ ধরে যশোর চেম্বারের নির্বাচন হয়নি। ১০ বছর ধরে প্রশাসক নিয়োগ করে ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠনটির কার্যক্রম চালিয়ে নেওয়া হচ্ছিল। ২০১১ সালের ১৬ এপ্রিল যশোর চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে জেলা বিএনপির তৎকালীন যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খানের নেতৃত্বাধীন প্যানেল জয়ী হয়। 

২০১৪ সালের ২৩ এপ্রিল নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ২০১৪ সালের ১ ডিসেম্বর চেম্বারে প্রশাসক নিয়োগ করা হয়। সেই থেকে প্রতিষ্ঠানটির দায়িত্ব পালন করছেন একজন প্রশাসক। 

সর্বশেষ যশোর চেম্বারের নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফশিল অনুযায়ী  আগামী ৩০ নভেম্বর ভোট হওয়ার কথা ছিল। গত ২৬ অক্টোবর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এদিন অন্য কোনো প্যানেল মনোনয়নপত্র জমা না দেওয়ায় মিজানুর রহমান খানের নেতৃত্বে প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়।

যশোরের সহকারী কমিশনার ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আনোয়ার হোসেন বলেন, বৃহস্পতিবার যশোর চেম্বার অব কমার্সের পদ বণ্টন করা হয়েছে। আশা করছি, আগামী ২৫ নভেম্বর দায়িত্ব হস্তান্তর করা হবে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম