সন্দ্বীপে আ.লীগের সাধারণ সম্পাদক মিশন গ্রেফতার
পাহাড়তলী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ১০:৩৭ পিএম
চট্টগ্রামে নাশকতার মামলায় সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সন্দ্বীপের সাবেক উপজেলা চেয়ারম্যান মাঈন উদ্দিন মিশনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন ঈদগাঁ বউবাজার বড় পুকুরপাড় সালেয়ান ভবনের চতুর্থ তলার একটি বাসা হতে তাকে ধরা হয়েছে। গ্রেফতার মাঈন উদ্দিন মিশন সন্দ্বীপ থানার হারামিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের টুকু মুন্সি বাড়ির মৃত ইউসুফ মিয়ার ছেলে।
পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদ যুগান্তরকে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে মামলার আসামি মাঈন উদ্দিন মিশন ঈদগাঁ বউবাজার এলাকায় বেশ কিছু দিন আত্মগোপনে ছিলেন। পাহাড়তলী থানার একটি চৌকস টিম তাকে গ্রেফতার করে। তাকে সীতাকুণ্ড থানার মামলায় রিকুইজিশন মূলে হস্তান্তর করা হয়েছে।
সীতাকুণ্ড মডেল থানার ওসি মজিবুর রহমান বলেন, তাকে সীতাকুণ্ড ফৌজদারহাট জলিল এলাকায় নাশকতার মামলায় বৃহস্পতিবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।