Logo
Logo
×

সারাদেশ

তরুণী গণধর্ষণ, বাঁচার জন্য যুবদল নেতার মিথ্যা পরিচয় দেয় শোভন

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ০৯:১৪ পিএম

তরুণী গণধর্ষণ, বাঁচার জন্য যুবদল নেতার মিথ্যা পরিচয় দেয় শোভন

বরিশালে দলবেঁধে তরুণী ধর্ষণের ঘটনায় পুলিশের হাত থেকে বাঁচতে নিজেকে যুবদল নেতার পরিচয় দেয় ইমরান আলী শোভন। বুধবার ধর্ষণ মামলায় গ্রেফতার হওয়া শোভন যুবদলের প্রাথমিক সদস্যও নয় বলে জানিয়েছে বরিশাল মহানগর যুবদল।

বুধবার নগরীর রুপাতলি এলাকায় এক তরুণীকে ধর্ষণ করে একটি সংঘবদ্ধ চক্র। ওই ঘটনার নেতৃত্ব দেয় রুপাতলি নতুন আবাসিক এলাকার বাসিন্দা ইউসুফ আলীর ছেলে ইসরান আলী শোভন। মামলা থেকে বাঁচতে সেই সময় নিজেকে যুবদল নেতা বলে পরিচয় দেয় ইমরান আলী শোভন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বেরিয়ে আসে আসল সত্য।

খোঁজ নিয়ে জানা যায়, এক সময় ২৫নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহবায়ক থকলেও যুবদলে কোনো পদ পদবি নেই শোভনের।

মহানগর যুবদলও এক বিবৃতিতে জানিয়েছে, শোভন যুবদলের প্রাথমিক সদস্যও নয়। যুবদলের মহানগর কমিটির সহ-সাধারণ সম্পাদক কামরুজ্জামান চপল গণমাধ্যমে ওই বিবৃতি পাঠান।

প্রসঙ্গত, মঙ্গলবার রাতে শোভন ও তার চার বন্ধু এক তরুণীকে রাতভর ধর্ষণ করে। ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় পুলিশ শোভনকে গ্রেফতার করলেও বাকি আসামিরা এখনো অধরা।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, রুপাতলিতে তরুণী ধর্ষণের ঘটনায় ইমরান আলী শোভনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলমান আছে।

তিনি আরও বলেন, গ্রেফতার হওয়া শোভন মাদকাসক্ত।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম