Logo
Logo
×

সারাদেশ

কেন্দুয়ায় সাবেক পৌর মেয়রসহ ৬০ জনের বিরুদ্ধে মামলা

Icon

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ০৯:১১ পিএম

কেন্দুয়ায় সাবেক পৌর মেয়রসহ ৬০ জনের বিরুদ্ধে মামলা

নেত্রকোনার কেন্দুয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আসাদুল হক ভূঞাকে প্রধান আসামি করে ৬০ জনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা ৪০-৫০ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে।

কেন্দুয়া পৌরসভার আঠারবাড়ীর বাসিন্দা দেলোয়ার হোসেনের ছেলে মো. জামাল উদ্দিন বাদী হয়ে বৃহস্পতিবার কেন্দুয়া থানায় এ মামলা দায়ের করেন। 

মামলার লিখিত অভিযোগে জানা গেছে, ২০১৬ সালের ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে এক শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি কেন্দুয়া পৌরসদরে বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে পৌঁছলে আওয়ামী লীগের কিছু সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। প্রাণ বাঁচাতে বিএনপির নেতাকর্মীরা বিএনপির কার্যালয়ে আশ্রয় নিলে আওয়ামী লীগের কর্মীরা গেট ভেঙে ভেতরে প্রবেশ করে এবং ৮টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়ায়। অতর্কিত এ হামলায় ব্যাপক ভাঙচুরসহ প্রায় ১৬ লাখ টাকার ক্ষতি হয়।

মামলায় আরও উল্লেখ করা হয়েছে যে, সেই সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালীকে এক সন্ত্রাসী শার্টের কলার ধরে মাথায় পিস্তল ঠেকিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং তাকে হত্যার হুমকি দেয়। ওই ঘটনার পর তৎকালীন পরিস্থিতির কারণে আইনি পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় মামলা করা হয়েছে।

কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলাটি বিস্ফোরক আইনে করা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম