Logo
Logo
×

সারাদেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা

Icon

যুগান্তর প্রতিবেদন, মুন্সীগঞ্জ

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ০২:৪৬ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে প্রায় ৮ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। যানজটের কারণে যানবাহন চালক ও যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

হাইওয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে গজারিয়া উপজেলার মেঘনা সেতুর উপরে একটি পণ্যবাহী ট্রাক উল্টে যায়। এতে মহাসড়কটির গজারিয়া অংশের ৮ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।

ঢাকাগামী ট্রাক চালক মো. ফারুক হোসেন জানান, ‘প্রায় ১ ঘণ্টা যাবত জ্যামে আটকা পড়ে আছি। ভাটেরচর বাসস্ট্যান্ডে এসে বসে আছি গাড়ি এগুছেই না। কখন ঢাকা পৌঁছাব পার্টি বার বার ফোন করে জিজ্ঞেস করছে। তবে কখন পৌঁছাব তা জানি না। ’

এছাড়া একাধিক যাত্রী ও চালকরা জানান, ভোগান্তি ও দুর্ভোগে বসে থাকতে হচ্ছে তাদের। 

তবে এ বিষয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ হুমায়ুন কবির জানান, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে মহাসড়কের মেঘনা ব্রিজে সুতা বোঝাই একটি পণ্যবাহী ট্রাক উল্টে যাওয়ার কারণে যানজটের সৃষ্টি হয়। ট্রাক থেকে মালামাল গুলো না সরানো পর্যন্ত উল্টে যাওয়া ট্রাকটিকে রাস্তা থেকে সরানো যাচ্ছে না। তবে এক লেইন দিয়ে যানবাহন চালিয়ে যানজট নিরসনে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করা হচ্ছে দুপুরের মধ্যে যানজট নিরসন করা সম্ভব হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম