Logo
Logo
×

সারাদেশ

জামায়াত নেতার মামলায় আ.লীগের দুই নেতা গ্রেফতার

Icon

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ১২:৫৫ পিএম

জামায়াত নেতার মামলায় আ.লীগের দুই নেতা গ্রেফতার

হবিগঞ্জের নবীগঞ্জ শহরে অভিযান চালিয়ে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী (৫০) ও পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি সন্তোষ দাশকে (৪৯) গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার রাতে জামায়াতে ইসলামীর নেতা শাহ মো. আলাউদ্দিনের মামলার শহরের ভিন্ন স্থান থেকে এজাহারভুক্ত এই দুই আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সাইফুল জাহান চৌধুরী নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের (অব্যাহতি প্রাপ্ত) সাবেক সাধারণ সম্পাদক ও সন্তোষ দাশ (৪৯) নবীগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক কমিশনার এবং পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর দুপুরে তৎকালীন জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে দোষীসাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। ওই রায়ের প্রতিবাদে নবীগঞ্জে জামায়াতে ইসলামী ও তৌহিদী জনতার শান্তিপূর্ণ মিছিলে আওয়ামী লীগ নেতাদের নেতৃত্বে হামলা, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় দেশের পট-পরিবর্তনের পর ঘটনার ১০ বছর পর গত ১৪ সেপ্টেম্বর জামায়াতে ইসলামীর সদর ইউনিয়নের সভাপতি শাহ মো. আলাউদ্দিন বাদী হয়ে মামলাটি করেন।

এতে নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও করগাঁও ইউনিয়নের চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরীসহ আওয়ামী লীগের ২৬ নেতাকর্মীকে আসামি করা হয়। এর মধ্যে সাইফুল দুই ও সন্তোষ ১৯ নম্বর আসামি।

বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুমন মিয়ার নেতৃত্বে একদল পুলিশ নবীগঞ্জ শহরে অভিযান চালিয়ে সন্তোষ দাশকে গ্রেফতার করে। পরে রাতে মধ্যবাজার এলাকায় অভিযান চালিয়ে সাইফুল জাহান চৌধুরীকে গ্রেফতার করা হয়।

এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ওসি কামাল হোসেন বলেন, গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অপর আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম