
প্রিন্ট: ১৭ এপ্রিল ২০২৫, ০৪:২৩ পিএম
৩০০ ফিটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ০৪:৩৬ এএম

প্রতীকী ছবি
আরও পড়ুন
রূপগঞ্জের পূর্বাচল উপশহরের ৩০০ফিট এলাকায় সড়ক দুর্ঘটনায় আব্দুর রহিম (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত ও আহত হয়েছেন আরও একজন।
বুধবার (২০ নভেম্বর) সকালে পূর্বাচল উপশহরে কুড়িল-কাঞ্চন সেতুর সুলপিনা ভুঁইয়া বাড়ি ব্রীজে এ দুর্ঘটনা ঘটে। আহত মোটরসাইকেল আরোহী সোহাগ মিয়া (২৭) বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত আব্দুর রহিম ভোলার বাংলাবাজার থানার জয়নগর এলাকার আবু সিদ্দিক মিয়ার ছেলে। তারা রাজধানীর উত্তর বাড্ডার সবজির গলিতে সপরিবারে ভাড়া থাকেন।
রূপগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয় ও প্রতক্ষ্যদর্শীরা জানায়, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার ঘটনা ঘটে। নিহতের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।