Logo
Logo
×

সারাদেশ

সিভিল সার্জন কার্যালয়ের ওয়েবসাইট হ্যাক করে ‘ঔষধ চোর’ লিখেছে হ্যাকাররা

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ১১:৫৪ পিএম

সিভিল সার্জন কার্যালয়ের ওয়েবসাইট হ্যাক করে ‘ঔষধ চোর’ লিখেছে হ্যাকাররা

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের ওয়েবসাইট হ্যাকের ঘটনা ঘটেছে। প্রায় সোয়া চার ঘন্টা হ্যাকাররা সাইটটি দখলে নিয়ে ওয়েবসাইটে বিভিন্ন চিকিৎসকের নামের পাশে আপত্তিকর শব্দ যুক্ত করে রাখে।

বুধবার দুপুরে এ সংক্রান্ত একটি স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। দুপুর সাড়ে তিনটার দিকে সিভিল সার্জন কার্যালয়ের ওয়েবসাইটে দেখা যায়, সিভিল সার্জন ডা: মো. মকছেদুল মোমিনের নামের পাশে ‘আমি ওষুধ চোর কিনা জানিনা’ যুক্ত করেন হ্যাকাররা।

ডিস্ট্রিক্ট সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডা: মোস্তফা কাদের রিসাদের নামের পাশে ‘ঔষধ চোর’,এছাড়া অফিসের  কো-অর্ডিনেটর (এমও) ডা: ইসমত জাহান ভূঁইয়ার নামের পাশে ‘মোটামোটি’ শব্দ যুক্ত করা হয়।

একই সাথে  মেডিকেল অফিসার ডা: দিবাকর মণ্ডলের নামের পাশে ‘ঔষধ চোর’ এবং মেডিকেল অফিসার (টিবি-লেপ্রসী) ডা: আল-আমীনের নামের পাশে ‘ঔষধ চোর’ লিখে দিয়েছে হ্যাকারচক্র। অন্যান্য কর্মচারীদের নামের পাশেও আপত্তিকর কিছু শব্দ যুক্ত করে তারা।

ওয়েবসাইট হ্যাক হওয়া সম্পর্কে মানিকগঞ্জের সিভিল সার্জন ডা: মো. মকছেদুল মোমিন বলেন, বেলা পৌনে ১২টার দিকে সিভিল সার্জন কার্যালয়ের ওয়েবসাইটটি হ্যাকাররা তাদের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এরপর বিকেল চারটার হ্যাকারদের নিয়ন্ত্রণ থেকে ওয়েবসাইটটি আমাদের নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। হ্যাকিংয়ের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

সরকারি ওয়েবসাইটটি ঝুঁকিতে রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ইতোমধ্যে ওয়েবসাইটের পাসওয়ার্ড পরিবর্তন করে আমাদের নিয়ন্ত্রণে আনা হয়েছে। আপাতত আর কোন ঝুঁকি নেই।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম