Logo
Logo
×

সারাদেশ

শাহিন ফকির হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

Icon

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ১০:২৭ পিএম

শাহিন ফকির হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

নড়াইলের লোহাগড়া উপজেলায় মো. শাহিন ফকির (১০) হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. শাজাহান আলী এ রায় ঘোষণা করেন। 

দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন- লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের কালাচাঁদপুর গ্রামের শিমুল মল্লিক (শিমুল মুন্সি), সৈয়দ লিটন, জাহিদুর রহমান মিঠু, সৈয়দ জাহাঙ্গীর এবং শামিমা বেগম।

জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) আজিজুল ইসলাম যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২৪ সেপ্টেম্বর উপজেলার নলদী ইউনিয়নের কালাচাঁদপুর গ্রামের শাহিন ফকির বাড়ির পাশে বিকালে খেলাধুলা করতে গিয়ে নিখোঁজ হয়। পরে ৩০ সেপ্টেম্বর তার পচা-গলা মরদেহ গ্রামের একটি পুকুরপাড়ের ময়লা আবর্জনার গর্ত থেকে উদ্ধার করা হয়।

এজাহারে আরও উল্লেখ করা হয়, আসামিদের সাথে শাহিনের পরিবারের দীর্ঘদিন যাবত জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। তার জেরে শাহিন ফকিরকে হত্যার পর মরদেহ গুম করার চেষ্টা করা হয়।

এ ঘটনায় শাহিন ফকিরের চাচা মিজানুর ফকির ২০১৫ সালের ১ অক্টোবর লোহাগড়া থানায় ৫ জনকে আসামি করে ও অজ্ঞাত ৪-৫ জনের নামে মামলা দায়ের করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম