Logo
Logo
×

সারাদেশ

স্ত্রীর সঙ্গে পরকীয়া সন্দেহে প্রবাসী স্বামীর কাণ্ড

Icon

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ১০:১২ পিএম

স্ত্রীর সঙ্গে পরকীয়া সন্দেহে প্রবাসী স্বামীর কাণ্ড

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্ক থাকার সন্দেহে স্কুলের প্রধান শিক্ষকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বুধবার পুলিশ ১০ জনকে জেলহাজতে প্রেরণ করেন।

এর আগে হামলার শিকার শিক্ষক আলামিন বাদী হয়ে একটি অপহরণ মামলা দায়ের করেছেন।

আলামিন মিয়া রামচন্দ্রপুর গ্রামের তারা মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন যাবত হাজী রফিকুল ইসলাম মডেল স্কুলে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

মঙ্গলবার ১২টার দিকে উপজেলার জিয়নপুর ইউনিয়নের পংতিরছা বাজারের পাশে হাজী রফিকুল ইসলাম মডেল স্কুলের ভিতরে প্রধান শিক্ষক আলামিনের ওপর হামলার করেন দুবাই প্রবাসী রাজুর ভাড়া করা ১০-১৫ জন যুবক।

স্থানীয় সূত্রে জানা যায়, ১০ বছর আগে দৌলতপুর উপজেলার দুবাই প্রবাসীর বিয়ে হয়। গত দুই বছর পূর্বে রাজু মিয়া দুবাই চলে যান। তাদের একমাত্র সন্তান শিক্ষক আলামিনের কিন্ডারগার্টেন স্কুলে পড়ে। এ সুবাদে ওই প্রবাসীর স্ত্রীর সঙ্গে ও আলামিনের মোবাইলে কথাবার্তা হয়। দুবাই প্রবাসী স্বামী বিষয়টি জানতে পেরে এ ঘটনা ঘটায়।

গ্রেফতারকৃতরা হলেন- গাজীপুর সদর থানার উত্তর বুরুলিয়া গ্রামের সাঈদ আনোয়ার রিজু (২৫), মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার বলধারা গ্রামের দুলাল হোসেনের ছেলে নাদিম মাহমুদ (২৫), চর সিঙ্গাইর গামের ওহাব আলীর ছেলে মজিবুর ইসলাম (৫৫), মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার হিজদিয়া যাত্রাপুর গ্রামের শাজাহান আলীর ছেলে নাঈম ইসলাম স্বাধীন (১৮), ঢাকার ধামরাই উপজেলার ধামরাই (বরাত নগর) গ্রামের বাবুল হোসেনের ছেলে জাহিদুল ইসলাম (২২), রফিকুল ইসলামের ছেলে বিজয় আহমেদ (২২), হুজুর টোলা গ্রামের রুস্তম আলীর ছেলে ওমর সানি (২১), ধামরাই গ্রামের মৃত জলিল মিয়ার ছেলে রাজামিয়া (২২), খুশিমোহন সরকারের ছেলে উজ্জ্বল সরকার (২১) ও বরত নগর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে জিহাদুল ইসলাম (২১) ।

দৌলতপুর থানা অফিসার ওসি তৌফিক আজম বলেন, গাড়িতে করে অপহরণ করার সময় স্থানীয় জনতা আলামিনকে উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করে পুলিশে দেন। এ বিষয়ে অপহরণ মামলায় ১০ জনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম