ঢাকায় ছাত্রকে পিটিয়ে হত্যা, জানাজা নামাজে বিচার দাবি বাবার
চরফ্যাশন দক্ষিণ (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ০১:৫৭ এএম
সংগৃহীত
চরফ্যাশনের কলেজছাত্র আশিক রহমানের জানাজায় তারা বাবা সৈয়দ আহম্মেদ ছেলে হত্যার বিচার দাবি করেন। মঙ্গলবার দুলারহাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আশিকের জানাজা শেষে নুরাবাদ চরতোফাজ্জল গ্রামে নিজ পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
এ সময় আশিকের বাবা তার ছেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ করেন। এ সময় আশিক হত্যার বিচার চেয়ে আরও বক্তব্য দেন দুলারহাট আদর্শ কলেজে অধ্যক্ষ একেএম শাহে আলম খোকন, আশিকের নানা আবদুল গনি ও স্থানীয় নেতারা।
আশিকের নানা আবদুল গনি বলেন, আমার নাতিকে আহম্মদপুরের ৩-৪ জন পরিকল্পিতভাবে ঢাকায় একটি কক্ষে পিটিয়ে হত্যা করেছে। জানা যায়, আশিক বিজ্ঞান বিভাগ নিয়ে দুলারহাট আদর্শ ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাশ করার পর মেডিকেলে ভর্তির জন্য ঢাকায় ফার্মগেট রেটিনা কোচিং সেন্টারে ভর্তি হয়েছিল।
সেখানে মিরপুরের মুসলিম বাজার এলাকায় একটি কক্ষে ভাড়া থাকত আশিক। ২৪ অক্টোবর আহম্মদপুর গ্রামের ৩ জন সহপাঠী তার কক্ষে গিয়ে থাকেন। পরে ২৫ অক্টোবর পূর্বশত্রুতার জের ধরে আশিককে মারধর করেন। পরে আহত অবস্থায় আশিককে বাড়িতে আনা হলে প্রথমে বরিশাল পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ এবং সবশেষ ঢাকা সিএমএইচে নেওয়া হলে সোমরার ভোর ৪টায় তার মৃত্যু হয়।