Logo
Logo
×

সারাদেশ

বরগুনায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষার্থীকে কুপিয়ে জখম

Icon

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ০১:৪১ এএম

বরগুনায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষার্থীকে কুপিয়ে জখম

সংগৃহীত

বরগুনার বেতাগী উপজেলায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুল ক্যাম্পাসে ঢুকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে বখাটে এক যুবকের বিরুদ্ধে।

মঙ্গলবার দুপুরে বেতাগী উপজেলার পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: বজলুর রহমান বেতাগী থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ততক্ষণে বখাটে যুবক পালিয়ে যায়। এমত অবস্থায় বিদ্যালয়ে সাধারণ ছাত্রীদের মধ্যে আতংক বিরাজ করছে। 

স্কুলের সহপাঠীরা জানায়, অনেকদিন যাবত থেকেই ছেলেটি তিশাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। তিশা রাজি না হওয়ায় প্রায়ই তাতে উত্ত্যক্ত করত। পরবর্তীতে মেয়েটি পরিবারকে জানালে ছেলেটির পরিবারকে ডেকে স্কুলে সালেসি বৈঠক হয়। সেখানে মেয়েটিকে আর ডিস্টার্ব করবে না মরমে স্টেটমেন্ট দিয়ে ছেলে এবং ছেলেটির পরিবার চলে যায়।

সালিশি বৈঠকের এক সপ্তাহ পর পূর্বের রেশ ধরে আজ স্কুলে ঢুকে দেশীয় অস্ত্র দিয়ে মেয়েটিকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় ওই যুবক। আজ থেকে আমরা স্কুলে আসতে আতঙ্ক বোধ করছি। এবং প্রশাসনের কাছে সঠিক বিচারের দাবি জানাচ্ছি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সাথে জড়িত বখাটে উপজেলার বিবিচিনি ইউনিয়নের গাবুয়া গ্রামের হক মিয়া সিকদারের ছেলে হাসান সিকদার (২৩) বখাটে যুবক একটি ধারালো দেশীয় অস্ত্র (রামদা) নিয়ে স্কুলের ক্যাম্পাসে ঢুকে অষ্টম শ্রেণির (রোল নং ০৫) মেধাবী শিক্ষার্থী পুটিয়াখালী এলাকার খোকন সিকদারের মেয়ে তিশাকে (১৪) অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এতে তার হাতের একটি রগ কেটে যায়। ঘটনার সময় শিক্ষার্থীরা ডাক চিৎকার করলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দ্রুত পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে পৌঁছাতে মূল অভিযুক্ত হাসান সিকদার পালিয়ে যায়।

তারা আরো জানান, ভুক্তভোগী ছাত্রীকে প্রাথমিক চিকিৎসার জন্য বেতাগী হাসপাতালে পাঠালেও কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) প্রেরণ করেন।

এবিষয়ে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আঃ হালিম বলেন, আমি বিষয়টি জেনেছি এবং ঘটনাস্থলে পুলিশ গিয়ে মূল হোতা হাসান সিকদারকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম