Logo
Logo
×

সারাদেশ

লক্ষ্মীপুরে সন্ত্রাসী বাহিনীর সদস্য কামাল গ্রেফতার

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ০১:৩২ এএম

লক্ষ্মীপুরে সন্ত্রাসী বাহিনীর সদস্য কামাল গ্রেফতার

সংগৃহীত

লক্ষ্মীপুরে হত্যা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি কামাল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তিনি সন্ত্রাসী গ্রুপ সোলায়মান বাহিনীর সক্রিয় সদস্য।

মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত ১০টার দিকে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সন্ধ্যায় চরশাহী ইউনিয়নের নতুন হাট এলাকার সিএনজি চালিত অটোরিকশা স্ট্যান্ড থেকে কামালকে গ্রেফতার করে পুলিশ। তবে কামাল সম্পর্কে বিস্তারিত তথ্য জানায়নি পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, ২০১৪ সালে সদরের চরশাহী ইউনিয়নের রামপুর গ্রামে সন্ত্রাসী বাহিনী দিদার ও সোলায়মান বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। ওই ঘটনায় দিদার বাহিনীর সদস্যরা কাছ থেকে কামালের এক পায়ে গুলি করে। এতে তার এক পা কেটে ফেলতে হয়। ২০১৫ সালে কামালের বিরুদ্ধে সীমান্তবর্তী নোয়াখালী সদরের চরমটুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বাবুল মাঝি হত্যার ঘটনায় মামলা হয়। 

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ বলেন, ২০১৭ সালের একটি হত্যা মামলায় কামাল সাজাপ্রাপ্ত আসামি। এতদিন তিনি পলাতক ছিলেন। তাকে গ্রেফতার করা হয়েছে। তবে বিস্তারিত কোন তথ্য দেননি তিনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম