Logo
Logo
×

সারাদেশ

সাভারে অভিযুক্তকে ধরতে গিয়ে ফিরে এল পুলিশ

Icon

যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ০১:০২ এএম

সাভারে অভিযুক্তকে ধরতে গিয়ে ফিরে এল পুলিশ

সংগৃহীত

সাভার ও আদাবর থানার মামলায় এক অভিযুক্তকে ধরতে গিয়ে তাকে না পেয়ে ফিরে এসেছে পুলিশ। এ ঘটনায় স্থানীয় জনতার সঙ্গে পুলিশের বাগবিতণ্ডা হয়। যা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সাভার হেমায়েতপুর জমজম সিটিতে। অভিযুক্ত জমজম হাউজিংয়ের মালিক হাফেজ নুর মোহাম্মদ। 

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল মিয়া জানান, সাভার হরিনধারা ট্যানারির হেমায়েতপুর ফাঁড়ির উপপরিদর্শক মো: সিরাজসহ কয়েকজন পুলিশ অভিযুক্তকে ধরতে গিয়েছিল।

এর আগে রাত ৯ টার দিকে একই ফাঁড়ির এসআই আমির হোসেনসহ কয়েকজন পুলিশ বলিয়াপুরের জমজম সিটিতে অভিযুক্তের সন্ধানে গেলে স্থানীয় জনতার বাধার মুখে পড়ে। খবর পেয়ে সাভার মডেল থানার ওসি (অপারেশন) হেলাল ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ ফিরে আসে।

নুর মোহাম্মদের অ্যাকাউন্ট ম্যানেজার কামরুজ্জামান যুগান্তরকে জানান, সাভার মডেল থানার কয়েকজন অফিসার রাত সাড়ে ৯ টায় জমজম সিটিতে অফিসে প্রবেশ করেন। এ সময় স্থানীয় জনতার সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়, পরে সংঘাত এড়াতে পুলিশ ফিরে যায়।

স্থানীয়রা জানান, আলমনগর হাউজিংয়ের (সুগন্ধা) সঙ্গে জমজম হাউসের ব্যবসায়িক দ্বন্দ্ব রয়েছে। এই দ্বন্দ্বের সূত্র ধরেই গতরাতের এ ঘটনা ঘটে থাকতে পারে। 

সাভার থানার ওসি অপারেশন মো. হেলাল যুগান্তরকে জানান, তিনি হেমায়েতপুর ট্যানারি ফাঁড়ির পুলিশকে সহযোগিতার জন্য সেখানে গিয়েছিলেন, কিন্তু অনেক লোকের হট্টগোল থাকায় তিনি তার ফোর্স নিয়ে থানায় ফিরে আসেন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম