Logo
Logo
×

সারাদেশ

সাবেক এমপি রাঙ্গা-বাবলুসহ আ.লীগ-জাতীয় পার্টির ৩৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ১০:৪৯ পিএম

সাবেক এমপি রাঙ্গা-বাবলুসহ আ.লীগ-জাতীয় পার্টির ৩৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

রংপুর-১ (গঙ্গাচড়া ও সিটি করপোরেশন আংশিক) আসনের সাবেক দুই সংসদ সদস্য মশিউর রহমান রাঙ্গা ও আসাদুজ্জামান বাবলুসহ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির ৩৯ জন নেতাকর্মীর নামে একটি মামলা করা হয়েছে।

এ মামলায় আরও ২৫০-২৬০ জনকে অজ্ঞাত আসামি দেখানো হয়েছে। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গঙ্গাচড়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ডেভিড হিমাদ্রী বর্মা।

গত সোমবার গঙ্গাচড়া মডেল থানায় জাতীয়তাবাদী তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল বাবু এ মামলাটি করেন। মামলায় তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাধা ও বিএনপির পার্টি অফিসে হামলা, ভাঙচুর, লুটপাট, ছিনতাই এবং সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ তোলা হয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন- সাবেক এমপি মশিউর রহমান রাঙ্গার ছেলে জিতু রহমান, উপজেলা জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক মমিনুর ইসলাম মমিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মতিন অভি, গজঘণ্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত আলী, গঙ্গাচড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু, মর্ণেয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান, যুবলীগ নেতা আতাউর রহমান, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহাজালাল প্রমুখ।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা ১৪ দলীয় মহাজোটের আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও সমর্থক। বিগত সরকারের ১৫ বছর সময়ে এলাকার আইনশৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডসহ রাজনৈতিক শান্তিপূর্ণ কর্মসূচি পালনে বাধা দান, বাক্স্বাধীনতা খর্ব, দলীয় কার্যালয়ে হামলা, নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানিসহ প্রকাশ্যে জীবননাশের হুমকি এবং নানাভাবে দমনপীড়নমূলক অন্যায় অত্যাচার করেছেন।

এ অবস্থায় গত ১৯ জুলাই ডাকবাংলো সংলগ্ন বিএনপি পার্টি অফিস ভাঙচুর করে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সাড়া দিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শনের সময় আসামিরা প্রায় ২৫০-২৬০ জন হামলা চালায় এবং লুটপাট ও ছিনতাই করেন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম