Logo
Logo
×

সারাদেশ

চট্টগ্রামে শহিদ ওয়াসিমের নামে শেখ রাসেল পার্কের নামকরণের ঘোষণা

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ১০:৪২ পিএম

চট্টগ্রামে শহিদ ওয়াসিমের নামে শেখ রাসেল পার্কের নামকরণের ঘোষণা

চট্টগ্রামের শেখ রাসেল পার্কের নাম পরিবর্তন করার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। মঙ্গলবার পার্কটি পরিদর্শন করে বৈষম্যবিরোধী আন্দোলনে চট্টগ্রামে প্রথম শহিদ ওয়াসিমের নামে নামকরণের ঘোষণা দেওয়া হয়।

শেখ রাসেল পার্কটি নগরীর আমবাগান এলাকায় অবস্থিত।

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, গত ১৬ বছরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করতে গিয়ে এবং বৈষম্যবিরোধী আন্দোলনে আমাদের অনেকে শহিদ হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনে চট্টগ্রামে প্রথম শহিদ হয়েছেন ওয়াসিম আকরাম। তার নামে এই পার্ক নামকরণ করা হবে। আজ থেকে এটার নাম ‘শহিদ ওয়াসিম পার্ক’। পার্কটি এখন থেকে উন্মুক্ত করে দেওয়া হবে এবং পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবে। পার্কের রক্ষণাবেক্ষণের জন্য কাজ করা হবে। সবাই এখানে আসতে পারবে, হাঁটতে-ঘুরতে পারবে।

তিনি আরও বলেন, চট্টগ্রাম পাহাড়-সমুদ্রনন্দিত একটা শহর। পর্যটন ট্যুরিজম সিটি। তবে ঠিকমতো ফোকাস করা যাচ্ছে না। এর কারণ এখানে পার্ক থাকার পরও কেউ ভালোভাবে ঘুরতে পারছে না। এ পার্কগুলোকে ভালো পর্যায়ে এনে আমরা চাই সবুজের সমারোহ গড়তে। এখানে পাহাড়ি একটা ভাব আছে, বসার জায়গা আছে।

পরে মেয়র নগরীর আগ্রাবাদের কর্ণফুলী শিশুপার্ক পরিদর্শন করেন। এ সময় পার্কটি বন্ধ দেখে ক্ষোভ প্রকাশ করেন। পার্কটি দ্রুত খুলে দেয়ার জন্য প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ এবং পার্কের পাশের আবদ্ধ একটি মাঠকে শিশুদের খেলার স্থান হিসেবে রূপান্তরের ঘোষণা দেন চসিক মেয়র শাহাদাত।

এ সময় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ তৌহিদুল ইসলাম, সচিব মো. আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবুল কাশেম প্রমুখ উপস্থিত ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম