Logo
Logo
×

সারাদেশ

মায়া চৌধুরীর বাড়িতে আগুন, যা বলছে বিএনপি

Icon

মতলব (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ০৯:২২ পিএম

মায়া চৌধুরীর বাড়িতে আগুন, যা বলছে বিএনপি

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুরের বাড়িতে গত শনিবার রাতে ভাঙচুর, লুটপাট ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

ওই ঘটনায় মো. সিপন মিয়া বাদী হয়ে ৪১ জনকে আসামি করে এবং ৭০-৮০ জনকে অজ্ঞাত করে মতলব উত্তর থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ ৬ জন আসামিকে গ্রেফতার করে চাঁদপুর আদালতে প্রেরণ করেছে।

এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার বিকালে মোহনপুর ইউনিয়ন যুবদলের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে মোহনপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন।

সংবাদ সম্মেলনে মোহনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান নিপু লিখিত বক্তব্যে বলেন, গত শনিবার ১৬ নভেম্বর মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বাড়িতে কে বা কারা রাতের অন্ধকারে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অগ্নিসংযোগ ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের কোনো নেতাকর্মী জড়িত নেই। আমরা প্রশাসনের কাছে এ অগ্নিকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত দোষী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। যাতে কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানি না হয় প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন- মোহনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি সানাউল্লা হক, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাফায়াত খান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মুরাদ ব্যাপারী, ইউনিয়ন যুবদলের সভাপতি কবির তফাদার, সাধারণ সম্পাদক কবির সরকার, প্রচার সম্পাদক এনামুল হক, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. সোহেল রানা তালহা, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. সুজন প্রধান, যুবদল নেতা মো. সোহরাফ মিয়া, বিএনপি নেতা আমান উল্ল্যা মৃদা, বাবুল খান, আমজাদ গাজীসহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতারা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম