Logo
Logo
×

সারাদেশ

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ০৯:১৩ পিএম

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লে. জেনালের (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার আন্দোলনের সময় হত্যাকাণ্ডে অংশ নেওয়া অস্ত্রধারীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন।

মঙ্গলবার দুপুরে দামপাড়া পুলিশ লাইনসের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এর আগে তিনি চট্টগ্রামের বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন।

সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি পার্শ্ববর্তী দেশের উস্কানি ও মিডিয়ায় মিথ্যা প্রচার, চট্টগ্রাম বন্দরে পাকিস্তানের জাহাজ আসা, বর্তমান সরকারের আমলে বেপরোয়া মামলা দায়ের, পুলিশের মনোবল বৃদ্ধিসহ নানা বিষয় নিয়ে কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন- পুলিশের আইজি ময়নুল ইসলাম এনডিসি, র‌্যাবের ডিজি একেএম শহিদুর রহমান, চট্টগ্রাম পুলিশ কমিশনার হাসিব আজিজ, চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনালের (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি কোন সময় ভালো ছিল? আপনারা বলেন? এই যে একটি পূজা গেল, পূজাটি কতো সুন্দরভাবে হয়ে গেল। আজ আমরা একটি মতবিনিময় সভা করেছি। বিভিন্ন বাহিনীর সদস্যদের উপস্থিতিতে তাদের সঙ্গে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি কিভাবে আরও উন্নতি করা যায় এ ব্যাপারে আলাপ করা হয়েছে। এ ব্যাপারে আপনাদের সাহায্য এবং সহযোগিতা চাই। আপনাদের সহযোগিতা ছাড়া এটি সম্ভব নয়। পরিস্থিতির অবশ্যই উন্নতি হবে।

তিনি বলেন, আমাদের যে ভুল হয় না তা না। আমাদের ভুল হলে ধরাই দেন। আপনি বলে দেন যে স্যার আপনি এই জিনিসটা খারাপ করছেন, আপনি পয়সা মারতাছেন। আমার একটা অনুরোধ, মিথ্যা সংবাদ দিবেন না। যেইটা ঘটে নাই ওইটা বলবেন না। পার্শ্ববর্তী দেশের মিডিয়া মিথ্যা তথ্য প্রচার করছে। মিথ্যার কাউন্টার করতে পারেন আপনারা।

জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার আন্দোলনের সময় হত্যাকাণ্ডে অংশ নেওয়া অস্ত্রধারীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়ে তিনি বলেন, জুলাই হত্যাকাণ্ডে চট্টগ্রামে অন্তত ৫০ জন অস্ত্রধারী চিহ্নিত রয়েছে। ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ কমিশনার ও র‌্যাবের অধিনায়ককে অস্ত্রধারীদের তালিকা করে তাদের গ্রেফতারে ব্যবস্থা গ্রহণের তাৎক্ষণিক নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশের মনোবল সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের মনোবল আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। গ্রাফটা নিচের দিকে নেমে গেলে খারাপ। গ্রাফটা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠছে। মনোবল দুই দিনে চেঞ্জ হয় না। একটু সময় লাগে। আপনারা সময় না দিলে এটা সম্ভব না। আমার কাছে জাদুর মতো কিছু নাই যে বললেই সব হয়ে যাবে। যেসব পুলিশ সদস্য এখনো কাজে যোগদান করেনি তারা আইনের দৃষ্টিতে অপরাধী। তাদের আইনের আওতায় অবশ্যই আনা হবে। আপনারা খোঁজ নিতে পারলে আমি ধরব। আপনারা খোঁজ নিয়ে জানান।

চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি জাহাজ আসা প্রসঙ্গে তিনি বলেন, এই জাহাজটা মিডল ইস্ট (মধ্যপ্রাচ্য) থেকে আসছে। সেখান থেকে এসে একটা দেশে গেছে সেখান থেকে আমাদের দেশে আসছে। আমাদের দেশে কোনো দেশের জাহাজ আসা নিষিদ্ধ আছে? আমরা কি কারো কাছে বন্দি যে শুধু তাকেই সেবা করব? আমার দেশ সবার উপরে। খেজুর, পেঁয়াজ, আলু এগুলো সামনের রোজায় দরকার। এগুলো কি আমরা আসতে দিবো না? যারা এগুলো রটাচ্ছে তারা আমাদের শত্রু।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম