মাছ ধরার ট্রলার থেকে দুই লাখের বেশি ইয়াবা উদ্ধার
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ১১:৪৩ এএম
কক্সবাজারের টেকনাফে মাছ ধরার ট্রলার থেকে দুই লাখের বেশি ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। সোমবার (১৮ নভেম্বর) টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের সাগর উপকূলের খুরেরমুখ এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান, কোস্টগার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি।
তবে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব না হলেও পাচারকাজে ব্যবহৃত ট্রলারটি জব্দ করা হয়েছে বলে জানান তিনি।
মুনিফ তকি বলেন, সোমবার সকালে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ সংলগ্ন সাগর উপকূলের খুরেরমুখ দিয়ে ট্রলার যোগে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবর পায় কোস্টগার্ড। এতে কোস্টগার্ডের একটি দল সেখানে অভিযান চালায়। একপর্যায়ে ইঞ্জিনচালিত কাঠের সন্দেহজনক একটি দেখতে পেয়ে কোস্টগার্ড সদস্যরা থামার জন্য নির্দেশ দেন।
পরে ট্রলারটি দ্রুত চালিয়ে পালানোর চেষ্টাকালে চরে আটকে যায়। এতে ট্রলারে থাকা সন্দেহজনক ২ জন লোক সাঁতার কেটে কূলের দিকে পালিয়ে যায়। পরে ট্রলারটি জব্দের পর তল্লাশি করে দুইটি বস্তার ভেতরে পাওয়া যায় ২ লাখ ১০ হাজার ইয়াবা।
উদ্ধার করা ইয়াবাগুলো টেকনাফ থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলে জানান কোস্টগার্ডের এ গণমাধ্যম কর্মকর্তা।