Logo
Logo
×

সারাদেশ

চট্টগ্রামে শেখ হাসিনার সমর্থনে ফের ঝটিকা মিছিল, গ্রেফতার ২

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ১১:০৮ পিএম

চট্টগ্রামে শেখ হাসিনার সমর্থনে ফের ঝটিকা মিছিল, গ্রেফতার ২

এক মাসের ব্যবধানে চট্টগ্রাম নগরীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থনে ফের ঝটিকা মিছিল বের করা হয়েছে। রোববার রাত সাড়ে ১১টার দিকে নগরীর পাঁচলাইশ থানার প্রবর্তক মোড় এলাকা থেকে মিছিলটি বের করা হয়।

২ মিনিটের মধ্যে বদনা শাহ মাজার পর্যন্ত গিয়ে মিছিলটি শেষ হয়ে যায়। এতে যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের অন্তত ২০-২৫ জন নেতাকর্মী অংশ নিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে ঝটিকা মিছিলের পর অভিযান চালিয়ে যুবলীগের দিদারুল আলম দিদার ও নিষিদ্ধ ছাত্রলীগের মো. সজীব হোসেন নামে দুজনকে গ্রেফতার করেছে পাঁচলাইশ ও চান্দগাঁও থানা পুলিশ। সোমবার তাদেরকে সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, রোববার রাত সোয়া ১১টার পর ২০ থেকে ২৫ জন যুবক জড়ো হন মিমি সুপার মার্কেটের সামনে। এরপর তারা হঠাৎ ‘আমরা কারা, শেখ হাসিনা’, ‘তোমরা কারা, শেখ হাসিনা’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, চলছে লড়াই চলবে, শেখ হাসিনা লড়বে’ এমন স্লোগান দিয়ে প্রবর্তক মোড় হয়ে বদনা শাহ মাজারের দিকে চলে যান। দুই মিনিটের মধ্যেই মিছিলটি শেষ হয়ে যায়। মিছিলে অংশ নেওয়া যুবকরা আশপাশের অলি-গলিতে চলে যায়।

এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (পিআর) কাজী মো. তারেক আজিজ বলেন, রোববার রাতে পাঁচলাইশ থানাধীন এলাকায় একটি ঝটিকা মিছিল বের করা হয়েছিল। পরে অভিযান চালিয়ে কোটা সংস্কার আন্দোলনের ফারুক হত্যা মামলার তদন্ত প্রাপ্ত আসামি দিদারুল দিদারকে পাঁচলাইশ থানা পুলিশ এবং নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী সজীব হোসেনকে চান্দগাঁও থানা পুলিশ গ্রেফতার করেছে। তবে মিছিলের ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।

এর আগে ১৮ অক্টোবর দিবাগত রাতে নগরীর জামালাখান এলাকায় শেখ হাসিনার সমর্থনে ঝটিকা মিছিল বের করা হয়েছিল। মিছিলের অগ্রভাগে মোটরসাইকেল যোগে কয়েকজন ছিলেন। যাদের সবার মুখ মাস্ক দিয়ে ঢাকা ছিল। মিছিলে ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ বলে স্লোগান দেওয়া হয়। এরপর তারা দ্রুত ওই স্থান ত্যাগ করেন। পরে মিছিলের তিনটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ঘটনার পর কোতোয়ালি থানা পুলিশ চারজন, চকবাজার থানায় একজন এবং পাঁচলাইশ থানায় তিনজনকে গ্রেফতার করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম