Logo
Logo
×

সারাদেশ

গণমতামতের ভিত্তিতেই কমিশনগুলোর সংস্কার হবে: হাসান আরিফ

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ১১:০৫ পিএম

গণমতামতের ভিত্তিতেই কমিশনগুলোর সংস্কার হবে: হাসান আরিফ

অন্তর্বর্তী সরকারের বিমান পরিবহণ ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ বলেছেন, সংস্কার দোকান থেকে কেনার বিষয় না, চলমান প্রক্রিয়া। কমিশনগুলো গণমতামত নিচ্ছে, তার ভিত্তিতেই সংস্কার হবে। সোমবার বিকালে যশোরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

যশোরের সরকারি কর্মকর্তা, ছাত্র নেতা ও গণমাধ্যম কর্মীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক আজাহারুল ইসলামের সভাপতিত্বে সভায় উপদেষ্টা এএফ হাসান আরিফ আরও বলেন, উপদেষ্টা পরিষদ কোনো রুটিন সরকার না। ট্রাস্টি হিসেবে কাজ করছে। একটি বৈষম্যহীন সমাজ তৈরির লক্ষ্যে এ সরকার কাজ করছে। আগামীর সমাজ গঠনে সবার অবদান থাকবে। সংস্কার হবে কোনো গোষ্ঠীর জন্য নয়, সমগ্র দেশের মানুষের জন্য। সিস্টেম গড়ে তোলা হবে। যাতে ব্যক্তি চলে গেলেও তা চলমান থাকে।

সভায় উপদেষ্টা আরও বলেন, দেশের পর্যটন স্পটগুলোতে সুযোগ সুবিধা বাড়ানো হবে। যাতে দেশীয় পর্যটন খাত প্রসারিত হয়।

উপদেষ্টা হাসান আরিফ বলেন, কৃষি জমি রক্ষায় মাস্টার প্লান করা হবে। আগামীর বাসস্থান ঊর্ধ্বমুখী হবে। পাশাপাশি ভূমি আইন সংস্কার কাজ চলমান রয়েছে। এতে করে ভূমি সংক্রান্ত সব অনিয়ম দুর্নীতি বন্ধ হবে এবং ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্বের অবসান হবে।

সভায় বক্তব্য রাখেন- যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, জামায়াত ইসলামীর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ। সভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ তাদের মতামত দেন।

এর আগে দুপুরে ফুলের রাজধানী খ্যাত ঝিকরগাছার গদখালিতে ফুলের মাঠ পরিদর্শন করেন বিমান পরিবহণ ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ। এ সময় তিনি ফুলের বাজার সম্প্রসারণ কৃষকদের সমস্যা ও তার উত্তরণে অন্তর্বর্তী সরকারের কাজ করবে বলে আশ্বাস দেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম