Logo
Logo
×

সারাদেশ

আইসিইউতে স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় খোকন

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ১১:০১ পিএম

আইসিইউতে স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় খোকন

নানা শারীরিক জটিলতায় স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় ফজলে স্বাধীন খোকন (৭২) সংকটাপন্ন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

মাঝে মাঝেই তাকে লাইফ সাপোর্ট দিতে হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালটির আইসিইউ ইনচার্জ ডা. আবু হেনা মোস্তফা কামাল।

মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা ফুটবল দল গঠিত হয়েছিল ৩৫ জন খেলোয়াড় নিয়ে। রাজশাহী থেকে এই দলের একমাত্র সদস্য ছিলেন ফজলে স্বাধীন খোকন।

দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু সোমবার দুপুরে রাজধানী ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন। এখন আইসিউতে রাজশাহীর কৃতি সন্তান ফজলে স্বাধীন খোকন।

হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, বেশ কিছু দিন ধরেই বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছেন ফজলে স্বাধীন খোকন। এসব সমস্যার কারণে সম্প্রতি তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ১১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত তিনি আইসিইউতে ছিলেন। শারীরিক অবস্থার উন্নতি হলে তাকে সাধারণ ওয়ার্ডে দেওয়া হয়। এরপর ছাড়পত্র নিয়ে তিনি বাড়ি যান। কিন্তু শারীরিক সমস্যা আবার বেড়ে গেলে পরদিন শনিবার আবারও হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেই থেকে তিনি হাসপাতালের আইসিইউতেই আছেন।

রামেক হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডা. আবু হেনা মোস্তফা কামাল বলেন, প্রথম দফায় যখন আইসিইউতে রাখা হয়েছিল, তখন পুরোটা সময়ই লাইফ সাপোর্টের প্রয়োজন হচ্ছিল। দ্বিতীয় দফায় ভর্তির পর মাঝে মাঝে লাইফ সাপোর্ট দিতে হচ্ছে। তবে শারীরিক অবস্থা ভালো নয়।

তিনি জানান, ডায়াবেটিস, শ্বাসকষ্ট, উচ্চ রক্তচাপ, লবণের স্বল্পতাসহ বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছেন বীর মুক্তিযোদ্ধা ফজলে স্বাধীন খোকন। এছাড়া তিনি একবার স্ট্রোকেও আক্রান্ত হয়েছিলেন। চিকিৎসার মাধ্যমে তাকে সুস্থ করে তুলতে তারা সর্বাত্মক চেষ্টা করছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম