ক্লাসে শিক্ষকের অনৈতিক কর্মকাণ্ড, তদন্ত কমিটি গঠন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ১০:৪৯ পিএম
পীরগঞ্জে এক শিক্ষক তার ক্লাসে শিক্ষার্থীদের অশ্লীল ছবি দেখানো এবং অনৈতিক কর্মকাণ্ডের জেরে ক্ষুব্ধ অভিভাবকরা উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।
সোমবার বেলা ১১টার দিকে ওই ঘটনার প্রতিবাদে শায়েস্তাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অপরদিকে ঘটনার তদন্তে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
অভিযোগে জানা গেছে, উপজেলার শায়েস্তাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজার রহমান লিপন তার ক্লাসের কোমলমতি শিক্ষার্থীদের কয়েকদিন ধরে মোবাইল ফোনে অশ্লীল ছবি, ভিডিও দেখান। এ ঘটনা ফাঁস হলে এলাকায় শিক্ষার্থী এবং অভিভাবকদের মাঝে চরম উত্তেজনা দেখা দেয়। রোববার ওই এলাকার ৩২ জন অভিভাবক ওই শিক্ষকের বিচার চেয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে অভিযোগ দেন।
পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে ওই শিক্ষকের বিচার দাবিতে দুই শতাধিক নারী-পুরুষ মানববন্ধন করেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা ঘটনাটি তদন্তে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেন। তদন্ত কমিটির সদস্যরা হলেন- সহকারী শিক্ষা কর্মকর্তা সাদেকুল ইসলাম, মোস্তাফিজার রহমান এবং কালিপদ চৌহান।
অভিযোগকারী রিপন মিয়া জানান, আমরা মেয়েও ওই স্কুলের ৫ম শ্রেণিতে পড়ে। তাকে এবং তার বান্ধবীকে শিক্ষক লিপন মোবাইল ফোনে অশ্লীল ভিডিও এবং ছবি দেখায়। ৫ম শ্রেণির অনেক শিক্ষার্থীকেই সে অশ্লীল ভিডিও এবং ছবি দেখিয়েছে। আমরা তার শাস্তির দাবিতে মানববন্ধন করেছি। এমন চরিত্রহীন শিক্ষক দিয়ে শিক্ষা কার্যক্রম চালানো ঠিক না। তাকে শাস্তিমূলক বদলি করে আইনের আওতায় আনা হোক।
তিনি আরও বলেন, এ ঘটনা ধামাচাপা দিতে স্কুলেই গোপনে মিটিং করা হয়েছে।
তদন্ত কমিটির প্রধান সহকারী শিক্ষা কর্মকর্তা সাদেকুল ইসলাম বলেন, সোমবার অভিযোগ পেয়েছি। শিগগিরই তদন্ত করে রিপোর্ট দেওয়া হবে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মোসলেম উদ্দিন শাহ বলেন, অভিযোগ পাওয়ার পর দ্রুত তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।
তবে ওই শিক্ষক পলাতক থাকায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।