Logo
Logo
×

সারাদেশ

বান্দরবানে নাশকতা মামলায় গ্রেফতার ১০ জনের জামিন

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ১০:৪৫ পিএম

বান্দরবানে নাশকতা মামলায় গ্রেফতার ১০ জনের জামিন

বান্দরবানে দেশদ্রোহী ও নাশকতা মামলায় র‍্যাবের অভিযানে গ্রেফতার জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়ার ১০ সদস্যের জামিন মঞ্জুর করেছেন আদালত। 

সোমবার বিকাল সাড়ে ৩টায় বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ মোসলেহ উদ্দিন তাদের জামিন মঞ্জুর করেন।

জামিনপ্রাপ্তরা হলেন- বরিশাল কোতোয়ালি এলাকার আব্দুস সালাম (২৮), পটুয়াখালী মহিপুর এলাকার মো. ওবায়দুল্লাহ (৩০), কুমিল্লার লাকসাম এলাকার যোবাইয়ের আহম্মেদ (২৯), পটুয়াখালীর মির্জাগঞ্জ এলাকার জুয়েল মাহামুদ (২৭), পটুয়াখালী দশমিনা এলাকার শামীম হোসেন (২৬), মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী এলাকার রিয়াজ শেখ (২৪), বরগুনা বেতাগী এলাকার মো. সোহেল মোল্লা (২২), মাগুরা বালিদিয়া এলাকার মো. আবু হোরায়রা (২২), কুমিল্লা সদর এলাকার মো. দিদার হোসেন (২৫), চট্টগ্রাম মোহাম্মদপুর এলাকার মো. ইমরান হোসেন (৩৫)।

মামলাসূত্রে জানা যায়, ২০২২ সালে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করে বান্দরবানের বিভিন্ন এলাকা থেকে জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়ার ৩২ সদস্যকে গ্রেফতার করে র‍্যাব। সোমবার আদালতে তাদের মধ্য থেকে জামিন আবেদনের প্রেক্ষিতে কথিত ১০ জঙ্গি সদস্যের জামিন মঞ্জুর করেন আদালত।

বিষয়টি নিশ্চিত করে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি জয়নাল আবেদিন ভূঁইয়া বলেন, আদালতে আবেদনের প্রেক্ষিতে জনপ্রতি ৫ হাজার টাকা বন্ডে জামিন মঞ্জুর করেছে আদালত।

প্রসঙ্গত, এর আগে গত ২৪ নভেম্বর ৪টি মামলায় একই সংগঠনটির ৩২ সদস্যকে জামিন দেন। তবে পর শর্ত ভঙ্গের কারণে তাদের জামিন বাতিল করেছিলেন আদালত।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম