Logo
Logo
×

সারাদেশ

সোনারগাঁয়ে বিএনপির জনসভা

চাঁদাবাজ ও দখলবাজদের প্রতিহত করার আহবান

Icon

যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ১০:১০ পিএম

চাঁদাবাজ ও দখলবাজদের প্রতিহত করার আহবান

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশৃঙ্খলাকারী, চাঁদাবাজ, দখলবাজ ও জুলুমবাজদের প্রতিহত করার আহবান জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।

সোমবার (১৮ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ব্যস্ততম মোগরাপাড়া চৌরাস্তায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভায় বক্তারা এ কথা বলেন।

তারা বলেন, দলের কেউ এসব অপকর্মে জড়িত থাকলে তাকেও ছাড় দেওয়া হবে না। অপকর্মে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার পতনের পর সোনারগাঁয়ে বিএনপির নামধারী কিছু নেতা আঙুল ফুলে কলাগাছ হয়েছে। বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানী করে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন। গ্রেফতারের ভয় দেখিয়ে টাকা আদায় করেছেন। তাদের কারণে দল ক্ষতিগ্রস্থ হবে। দলের নাম ভাঙিয়ে যারা এসব অপকর্ম করছে তাদের ছাড় দেওয়া হবে না।

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুলের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মোঃ রেজাউল করিম। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, তাঁতী দলের কেন্দ্রীয় নেতা মুজিবুর রহমান, কাঁচপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বজলুর রহমান।

জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপি নেতা আবুল কাশেম বাবু, হারুন অর রশিদ মিঠু, পৌর বিএনপি নেতা ফারুক আহমেদ তপন, নুরে ইয়াসিন নোবেল, যুবদল নেতা সালাউদ্দিন সালু, এমদাদুল হক দিপু প্রমুখ।

জনসভায় সোনারগাঁ উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম