আশুলিয়ায় হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ৯
যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ১২:৫৪ এএম
ঢাকার আশুলিয়ায় হত্যাসহ বিভিন্ন মামলার এজাহারভুক্ত ৯ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় আশুলিয়া থানা থেকে প্রিজনভ্যানে করে তাদের ঢাকার আদালতে পাঠানো হয়।
এর আগে শনিবার মধ্যরাত থেকে রোববার বিকাল পর্যন্ত আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- আশুলিয়ার মৃত ওমর আলীর ছেলে মো. কামরুজ্জামান খান, আশুলিয়ার শ্রীপুর পাইকারি কাঁচাবাজারের ব্যবসায়ী ও নাছির মণ্ডলের ছেলে মো. মেহেদুল মণ্ডল, জামগড়া এলাকার আলাউদ্দিনের ছেলে আফজাল হোসেন, পল্লী বিদ্যুৎ ডেন্ডাবর এলাকার হাজী আব্দুল কাদের হাওলাদারের ছেলে রবিউল আলম হাওলাদার, তার ছেলে সিয়াম হাওলাদার, নজরুল ইসলামের ছেলে মো. মোস্তফা, বরগুনার বামনা থানার জয়নগর গ্রামের সুলতান হাওলাদারের ছেলে আল আমিন, ময়মনসিংহের গফরগাঁও থানার চর্মছলন্দ গ্রামের সাইদুর রহমানের ছেলে মো. মিজান এবং গোপালগঞ্জের কাশিয়ানী থানার চাপর গ্রামের রফিক মোল্লার ছেলে মো. আরিফ।
পুলিশ জানায়, আসামিরা সবাই আশুলিয়া থানা এলাকায় ভাড়া থেকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুবকর সিদ্দিক বলেন, গ্রেফতার ৯ আসামিকে আদালতে পাঠানো হয়েছে।