Logo
Logo
×

সারাদেশ

চট্টগ্রামে আগুনে পুড়ল বসতঘরসহ ৩৭ দোকান

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ১১:১৪ পিএম

চট্টগ্রামে আগুনে পুড়ল বসতঘরসহ ৩৭ দোকান

চট্টগ্রামে পতেঙ্গায় জেলে পল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আউটার রিং রোড সংলগ্ন আকমল আলী ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

এতে জেলেদের মাছধরা নৌকা, জালসহ অন্তত ৩৭টি আধা পাকা দোকান ও বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

ফায়ার সার্ভিসের ধারণা, মশার কয়েল ও অথবা বিদ্যুতের শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, রাত সাড়ে ১২টার দিকে আগুন লাগার খবর দেওয়া হয়। সিইপিজেড এবং কেইপিজেড ফায়ার স্টেশনের ৫টি ইউনিটের ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুনে বসতঘর, খাবার হোটেল, মুদি দোকান, ভাঙারি দোকান, জেলেদের জাল রাখার ঘরসহ ৩৭টি দোকান পুড়ে গেছে।

স্থানীয়রা জানান, আগুনে ভস্মীভূত হওয়া কয়েকটি দোকানে জ্বালানি তেল ও জেলেদের জাল মজুত ছিল। যার কারণে আগুন ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে। পাশাপাশি ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের কর্মীদের আগুন নেভাতে বেগ পেতে হয়।

আগুনে ক্ষতিগ্রস্ত তোষান দাশ নামে এক ব্যক্তি জানান, আমার ঘরে কয়েক লাখ টাকা মূল্যের সাগরে মাছ ধরার জাল রাখা ছিল। আগুন ঘরসহ জাল পুড়ে গেছে। এই জালই ছিল আমার জীবিকা নির্বাহের একমাত্র সম্বল।

ফায়ার সার্ভিস চট্টগ্রামের সহকারী পরিচালক এমডি মালেক জানান, বসতঘর, খাবার হোটেল মুদি দোকান, ভাঙারি দোকান, জেলেদের জাল রাখার ঘরসহ ৩৭টি দোকান পুড়ে গেছে। আগুনের সূত্রপাত ঘটে বসতঘরের মশার কয়েল থেকে। তবে হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম