হারানোর ২৫ বছর পর মাকে ফিরে পেলেন সন্তানরা
পাকুন্দিয়া কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ১১:০৬ পিএম
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে প্রায় ২৫ বছর পর হারিয়ে যাওয়া জাহানারা বেগম (৬০) নামের এক বৃদ্ধা মাকে খুঁজে পেয়েছেন তার সন্তানরা।
রোববার দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া বাজার এলাকা থেকে তাকে নিয়ে যান তার ছোট মেয়ে হাসি আক্তার এবং বোন জামাই মোস্তফা মির্জা। তিনি বরগুনা সদর উপজেলার ঘটবাড়িয়া গ্রামের আবদুল লতিফ ফরায়েজীর স্ত্রী এবং ৫ সন্তানের জননী।
এর আগে ১৯৯৯ সালে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে নিখোঁজ হয়েছিলেন তিনি।
জাহানারা বেগমের বোন জামাই মোস্তফা মির্জা বলেন, ২৫ বছর আগে জাহানারা বেগম তার ৩ বছরের ছোট ছেলে (বর্তমান বয়স ২৮) ছায়দুলকে নিয়ে বরগুনা থেকে ঢাকায় আত্মীয়ের বাসায় রওনা হন।
ভোরে সদরঘাটে লঞ্চ থেকে নেমে ছোট ছেলেকে রেখে টয়লেটে যান। সেখান থেকে বের হয়ে আর ছেলেকে পাননি। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। আত্মীয়-স্বজনদের বাসাসহ সব জায়গায় খুঁজে পরিবার হাল ছেড়েই দিয়েছিল। ১০ বছর আগে নিখোঁজ ছেলে ছায়দুলকেও খুঁজে পেয়েছে তার পরিবার।