বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ
যুগান্তর প্রতিবেদন, বরগুনা
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ১১:০২ পিএম
পাথরঘাটায় বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এক স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। অপহরণের আট দিনেও খোঁজ না পেয়ে মামলা করেছেন ভিকটিমের বাবা।
বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম রোববার মামলাটি গ্রহণ করে পাথরঘাটা থানার ওসিকে এজাহারভুক্ত করার নির্দেশ দিয়েছেন।
আসামিরা হলো-পাথরঘাটার কেওড়াতলা গ্রামের মো. জসিম উদ্দিন স্বপনের ছেলে মো. জহির, তার বন্ধু মো. ইব্রাহীম ও মো. রিফাত। জানা যায়, ভিকটিম ছাত্রী স্কুলে যাওয়া-আসার পথে আসামি মো. জহির বিয়ের প্রস্তাব দেয়। স্কুলছাত্রী তা প্রত্যাখ্যান করে। এরপর থেকে জহির পথেঘাটে তাকে উত্ত্যক্ত শুরু করে।
একপর্যায়ে বাধ্য হয়ে সে পড়াশোনা বন্ধ করে দেয়। আগামী ডিসেম্বরে পরীক্ষা সামনে রেখে আবার স্কুলে যাওয়া শুরু করে। এবার আসামি মো. ইব্রাহীমের নেতৃত্বে পুনরায় মো. জহির তাকে উত্ত্যক্ত শুরু করে। এ ঘটনায় ভিকটিমের বাবা তার প্রতিবেশী মো. ইব্রাহীমকে সতর্ক করেন। এতে মো. ইব্রাহীম ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে।
রোববার সকালে স্কুলে যাওয়ার পথে ইব্রাহীমের বাড়ির সামনে গেলে উলিখিত আসামিরা মোটরসাইকেলে করে স্কুলছাত্রীকে তুলে নেয়। এর পাঁচ দিন পর ভিকটিম তার মাকে ফোনে জানায়, আসামি জহির একটি বাসায় তাকে আটকে রেখে প্রতিদিন ধর্ষণ করছে।
ওসি বলেন, আদালতের আদেশ পেলে আইনগত ব্যবস্থা নেব।