Logo
Logo
×

সারাদেশ

পাওনা বুঝে নেওয়ার সময় আসেনি, আগের মতই থাকুন

Icon

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ১০:৫৯ পিএম

পাওনা বুঝে নেওয়ার সময় আসেনি, আগের মতই থাকুন

বিএনপির কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক, লক্ষ্মীপুর- ৪ রামগতি-কমলনগর আসনের সাবেক দুইবারের এমপি এবিএম আশরাফ উদ্দিন নিজান দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, ৫ তারিখের আগের মতোই থাকুন। বিএনপি এখনো ক্ষমতায় আসেনি। দেশনায়ক তারেক রহমান এখনো দেশে আসতে পারেননি। বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে পারিনি। আর আপনারা চান এখনি পাওনা বুঝে নিতে!

রোববার বিকালে রামগতি উপজেলার রামদয়ালস্থ নিজ বাসভবনে ৩১ দফা সংস্কার প্রস্তাব, আগামী জাতীয় সংসদ নির্বাচন ও রামগতি-কমলনগরের প্রেক্ষাপট শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

নেতাকর্মীদের সতর্ক করে আশরাফ উদ্দিন নিজান আরও বলেন, জনগণের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। মানুষের দুঃখে দুঃখিত হতে হবে। বিএনপি জনমানুষের দল। এ দলে কোনো খারাপ লোকের জায়গা হবে না। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ। আমাদের মধ্যে কোনো দলাদলি বা গ্রুপিং করা যাবে না। ধৈর্য সহকারে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সংগঠনমুখী হতে হবে। বিএনপির মাঠে ভোট আছে, জনসমর্থন আছে, আপনাদের কারণে যেন কোনোভাবেই তা নষ্ট না হয়।

মতবিনিময় সভায় দলটির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, সুখে-দুঃখে গত ১৬ বছর যাকে পাশে পেয়েছি আগামী সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে আমরা তাকেই দেখতে চাই।

উপজেলা বিএনপির আহবায়ক ডাক্তার জামাল উদ্দীনের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন রামগতি উপজেলা বিএনপি সদস্য সচিব সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন, পৌর বিএনপির সভাপতি সাহেদ আলী পটুসহ রামগতি উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল,  কৃষক দল, শ্রমিক দল ও মহিলা দলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সভা শেষে উপজেলার শ্রী শ্রী রাম ঠাকুর আশ্রমে বার্ষিক নবান্ন অনুষ্ঠানে যোগ দেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি আশরাফ উদ্দিন নিজান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম